'দ্বিতীয় জীবন'
  2018-10-08 14:42:51  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের একটি ব্যান্ডের সঙ্গে পরিচয় করে দিবো। ব্যান্ডটির নাম উ ইউয়েন থিয়ান (মে ডেই)। ওয়েন শাং সিয়াং, ছেন সিন হং, শি চিন হাং, ছাই শেং ইয়ান, লিউ ইয়ান মিং নিয়ে ব্যান্ডটি সংগঠিত হয়। ব্যান্ডটির আগের নাম 'সো ব্যান্ড' (So Band)। প্রথমে শোনাবো মে ডেই'র গান 'দ্বিতীয় জীবন' নামের গান। গানটি ২০১১ সালে রিলিজ হয়, ব্যান্ডটির অষ্টম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। অ্যালবামের নামও 'দ্বিতীয় জীবন'। অ্যালবামটি প্রি-বিক্রয় পর্যায়ে এক লাখ কপি বিক্রয় ছিল। মে ডেই অ্যালবামটি দিয়ে ২০১৩ সালে চীনের তাইওয়ানের গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডসএর শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ অ্যালবাম প্রযোজক ও শ্রেষ্ঠ ম্যাডারিন অ্যালবামের পুরস্কার লাভ করেছে। চলুন, আমরা গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড মে ডেই'র গান 'দ্বিতীয় জীবন'। ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত, ব্যান্ডটির সদস্যরা চীনের তাইওয়ান নর্মাল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উচ্চ বিদ্যালয়ে পারস্পরিকভাবে চেনিয়েছেন। তাঁরা পৃথক পৃথকভাবে বিদ্যালয়ের গিটার ক্লাবে যোগ দেন। তখন থেকে তাঁরা নিজের সংগীত জীবন শুরু করেন। ১৯৯৫ সালে ব্যান্ডটির গিটারিস্ট, প্রধান কন্ঠশিল্পী ও প্রথম ড্রামার তিনজন 'সো ব্যান্ড' গঠন করেছে। এরপর বাজ প্লেয়ার যোগ দেন। চারজন সদস্য মধ্য বিদ্যালয় থেকে স্নাকত হওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। কিন্তু ব্যান্ডটির সদস্যরা অব্যাহতভাবে ক্লাব ও রেস্তরাঁয় পরিবেশনা করতে থাকত। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির গান 'অদম্য' শোনাবো। গানটি ২০০৫ সালে রিলিজ হয়। গানটি ব্যান্ডটির পঞ্চম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড মে ডেই'র কন্ঠে 'অদম্য' গান। ১৯৯৭ সালের ২৯ মার্চ ব্যান্ডটি 'সো ব্যান্ড' নতুন নামকরন করেছে 'মে ডেই'। ১৯৯৮ সালের জানুয়ারি মাসে ব্যান্ডটি প্রথম অ্যালবাম প্রকাশ করেছে। জুন মাসে ব্যান্ডটি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেছেন। ১৯৯৯ সালে নতুন ড্রামার কুয়ান ইয়ৌ ব্যান্ডটিতে যোগ দেন। ২০০০ সালে ব্যান্ডটি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেছে। ২০০১ সালের ১৬ মে মাসে ব্যান্ডটি চলচ্চিত্রের থিম সং প্রকাশ করেছে এবং জাপানে একটি অ্যালবাম প্রকাশ করেছে। ৬ জুলাই মাসে তৃতীয় অ্যালবাম প্রকাশ করেছে। এর পর অস্থায়ীভাবে সংগীত জগত বিদায় করার জন্য একটি গান প্রকাশ করেছে। কারণ তিনজন সদস্য এ বছরের অক্টবর মাসে বাহিনীতে যোগ দেন। এর আগে ব্যান্ডটি একটি অ্যালবাম প্রকাশ করেছে। এখন আমি আপনাদেরকে মে ডেই'র 'তুমি সত্যিই খুশি না' নামের গান শোনাবো। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মে ডেই'র 'তুমি সত্যিই খুশি না' নামের গান। ২০০১ সালের ডিসম্বর মাসে ব্যান্ডটি চীনের তাইওয়ানের বিভিন্ন শহরে ট্যুর কনসার্ট আয়োজন করেছে। ২০০২ সালের সেপ্টেম্বরে ব্যান্ডটির সদস্য ওয়েন শাং ই (মানস্টার) ও ছেন সিন হং (আশিন) একসঙ্গে একটি অ্যালবাম প্রকাশ করেছে। এরপর দু'জন সদস্য নারী কন্ঠশিল্পী সুন ইয়ান জি নিয়ে কিড এন্ড ড্রিম নামের গ্রুপ সংগঠিত হয়। এ বছরের ১২ ডিসেম্বরে গ্রুপটি ইপি প্রকাশ করেছে। ২০ ডিসেম্বরে মে ডেই'র রেকর্ডিং সিনেমা প্রকাশ করেছে। এখন আমি আপনাদেরকে মে ডেই'র 'নোহের সিন্দুক' নামের গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড মে ডেই'র 'নোহের সিন্দুক' নামের গান। ২০০৩ সালে ব্যান্ডটি চীনের তাইওয়ানের বাইরে প্রথম মেডারিন অ্যালবাম প্রকাশ করেছে। অগাষ্ট মাস থেকে ব্যান্ডটি অন্য কন্ঠশিল্পীর জন্য গান রচনা ও প্রযোজন শুরু করে। একই বছরের নভেম্বর মাসে ব্যান্ডটি নতুন অ্যালবাম প্রকাশ করেছে। ২০০৪ সালে ব্যান্ডটির সদস্যরা চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের জন্য থিম সং লিখেছ ব্যান্ডটি। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির 'আনন্দের গ্রীষ্ম' নামের গান। গানটি হল একই নামের চলচ্চিত্রের থিম সং। ২০০৬ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন মে ডেই'র কন্ঠে 'আনন্দের গ্রীষ্ম' নামের গান। ২০০৫ সালের মে মাসে ব্যান্ডটি বিশ্ব ট্যুর কনসার্ট আয়োজন করেছে এবং 'ফুল' নামের নতুন গান প্রকাশ করেছে। ২৬ অগাষ্ট মাসে ব্যান্ডটি ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেছে। ২০০৮ সালের ২৩ অক্টোবর মাসে মে ডেই সপ্তম অ্যালবাম প্রকাশ করেছে। ২০১১ সালের ১৬ ডিসেম্বরে অষ্টম অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ডটি। ২০১৬ সালের ২১ জুলাই মাসে নবম অ্যালবাম প্রকাশ করেছে। এ বছরের ২২ নভেম্বরে মে ডেই চলচ্চিত্রের থিম সং রচণা করেছে। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির 'টাইম মেশিন' নামের গান শোনাবো। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040