তোমার প্রতি ভরসা যেন এখনো আছে!
  2018-10-08 15:00:22  cri



'ভালোবাসা মাত্র একটি শব্দ' গানটি আমার প্রিয় একটি গান। গানটি ১৯৯৯ সালে প্রকাশিত হয়। চীনের বিখ্যাত অ্যানিমেশন চলচ্চিত্র 'লোটাস ল্যান্টার্নের' থিম সং এটি। শিল্পী চাং সিন জে গানটি গেয়েছেন। চাং সিন জে ১৯৬৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৬ সালে তিনি চীনের 'স্বর্ণ সংগীত' পুরস্কার লাভ করেন। ২০০০ সালে তিনি চীনের কেন্দ্রীয় গণবেতারের চীনা পপসংগীত তালিকায় তাইওয়ানের প্রিয় গায়কের মর্যাদা লাভ করেন। ২০০৩ সালে তিনি চীনের সংগীত পুরস্কারের 'তাইওয়ান অঞ্চলের গায়কের' পুরস্কার লাভ করেন। ২০১০ সালে তিনি সিঙ্গাপুরের 'স্বর্ণ সংগীত' পুরস্কার লাভ করেন। ২০১৬ সালের এপ্রিল মাসে তিনি ১৬তম চীনা শ্রেষ্ঠ সংগীত উত্সবে পুরস্কার লাভ করেন।

বন্ধুরা, এখন তাহলে আমি 'ভালোবাসা মাত্র একটি শব্দ' গানটির কথা পড়ে শোনাই। গানের কথায় বলা হয়, 'আকাশে মেঘ, নীল মখমলের মতো সুন্দর। আমি তোমার জন্য পাহাড়ের উপর উঠি। কিন্তু দৃশ্য দেখার কোনো অনুভূতি নেই। মনে এক নতুন স্বপ্ন! আমি আশা করি, তুমি ভুলে যাও নি যে, আমি আজীবন তোমায় রক্ষা করবো। বৃষ্টি ও বাতাসে অথবা যে-কোনো খারাপ অবস্থায় আমি মন দিয়ে তোমার যত্ন নেবো। আমাদের দু'জনের মন সংযুক্ত; তা রাতের আকাশের তারার চেয়েও উজ্জ্বল। 'ভালোবাসা মাত্র একটি শব্দ' এবং আমি মাত্র একবার বলবো। তুমি জানো, আমি নিজের চেষ্টায় তোমাকে ভালোবাসবো। সমৃদ্ধ শহরে তোমার ছায়া খুঁজছি। তোমার সুখের জন্য আমি চেষ্টা করছি। তোমার আনন্দ আমার আজীবন দায়িত্ব'।

আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

আচ্ছা, বন্ধুরা, শুনছিলেন 'ভালোবাসা মাত্র একটি শব্দ' গানটি। আশা করি গানটি আপনাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদের আরেকটি সুন্দর গানের সঙ্গে পরিচয় করে দেবো। গানের শিরোনাম 'গ্রহের গল্প'। গেয়েছেন গুও দিং। তিনি ১৯৮৫ সালের ১৬ অগাস্ট চীনের হুনান প্রদেশের হুয়াইহয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়ক, সুরকার ও সংগীত প্রযোজক। ২০০৫ সালের মার্চ মাসে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি চীনের জাতীয় বেতারের সংগীত চ্যানেলের প্রতিযোগিতায় চীনের মূলভূভাগের শ্রেষ্ঠ সংগীত প্রযোজকের পুরস্কার লাভ করেন। তিনি ১১ বছর বয়স থেকে সংগীত রচনা করার চেষ্টা করেন। ১৫ বছর বয়সে তিনি একটি গানে সুর দেন।

এখন আমি 'গ্রহের গল্প' গানের কথাগুলো বলছি। গানটির কথায় বলা হয়েছে, 'তোমার চোখ আমাকে আকর্ষণ করে। আকাশগঙ্গা দেখা যায়! সময় কেটে গেছে! আকাশগঙ্গা আমাকে আকর্ষণ করে! এ মুহূর্তের দৃশ্য, এ সবচেয়ে ঘনিষ্ঠ দূরত্ব, তোমার ত্বকের জমিনের দিকে যাই। তোমার বাঁকা বাহুর দিকে যাই। আমি তোমার জন্য একটি স্বপ্ন তৈরি করেছি, তোমার রূপের রঙের আকাশগঙ্গা দেখি। আমি ঋতু বুঝতে পারি না। আর কত সময় গেলে তোমার হৃদয়ে প্রবেশ করতে পারবো। আর কত সময় গেলে তোমার কাছে যেতে পারবো। যদিও তোমার কাছাকাছি থাকি, তবে তোমার হৃদয়ে যেতে পারি না। সীমানাহীন আকাশে কীভাবে তোমার সাথে দেখা হবে! আমি কীভাবে খুঁজবো তোমায়? কত সুখ... তোমার সঙ্গে দেখা হবে। আমি তোমার সঙ্গে উড়ে যেতে চাই। তুমি আমাকে পছন্দ না করলেও তোমাকে রক্ষা করবো'।

আচ্ছা, বন্ধুরা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

আচ্ছা, শুনছিলেন 'গ্রহের গল্প' গানটি। এখন আমি আপনাদের আরেকটি চমত্কার গান শোনাবো। গানের শিরোনাম 'শুনেছি, শুনেছি'। গেয়েছেন লান ইয়ৌ শি। তিনি বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ সালে সংগীত জগতে প্রবেশ করেন। ২০০৯ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তিনি অনেক বিখ্যাত টেলিভিশন সিরিজের থিম সং গেয়েছেন। তিনি সুর সৃষ্টিতে বেশি আগ্রহী।

গানটির কথা এমন, 'বন্ধুর কাছে আমি শুনেছি, বর্তমানে তোমার অবস্থা ভালো। আমি ভেবেছি, মনে হয়, আমার আশা ছেড়ে দিলে তোমার কষ্ট হবে। সেদিন তুমি ছেড়ে যাওয়ার পর আমি কিছু করিনি। আসলে তুমি আমাকে ভালোবাসো না। শোনো, শোনো, আমার মন; বলো, বলো, তোমার মন। শুনেছি, শুনেছি, আমি সবসময় অন্য মানুষের কাছ থেকে শুনেছি। শুনেছি, শুনেছি, তোমার হাতে অন্য কারও হাত। আমার দুঃখ হয়, কিন্তু আমি বলতে চাই না'।

চলুন তাহলে আমরা গানটি শুনি।

শুনছিলেন 'শুনেছি, শুনেছি' গানটি। এখন আপনাদের আরেকটি ভালোবাসার গান শোনাবো। শিরোনাম 'হাত ত্যাগ করা'। গেয়েছেন লি শেং চিয়ে। তিনি ১৯৭৩ সালের ২১ ফেব্রুয়ারি চীনের তাইওয়ানের কাওসিওং শহরে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে তিনি স্থানীয় একটি সংগীত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে সংগীত মহলে প্রবেশ করেন। ১৯৯৯ সালে তিনি তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। গানটির কথা এমন, 'আমি নিজকে বন্দী করেছি। যখন রাতে জানালা খুলে অন্ধকার আকাশে কিছু চিন্তা করি, তখন আমার মনে আগের স্মৃতি ভেসে ওঠে। আবার আমাদের ভালোবাসার চিন্তা করি। আমি টেলিভিশন চালু করেছি, অন্য মানুষের কথা শুনি। তাদের গল্পের সঙ্গে আমাদের কিছু মিল আছে। যে ভালোবাসা তুমি চাও, তা আমি কখনও শিখতে পারি না। আমি তোমাকে ভবিষ্যত্ দিতে পারি না, তাই তোমাকে মুক্তি দেই। তোমার প্রতি আমার সর্বশেষ ভালোবাসা হলো- তোমার হাত ছেড়ে দেওয়া। আমি রেডিওতে অন্য মানুষের ব্যর্থতার কথা শুনি, কিন্তু মনে হয়, নিজের দুঃখ। তোমার প্রতি আশা এখনও কিছুটা আছে, সহজে তোমাকে ভুলতে পারি না'।

আচ্ছা বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের চারটি চীনা গান শুনিয়েছি। এখন আমরা কয়েকটি বাংলা গান শোনাবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, চাই চিয়ান।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040