তোমার ভালোবাসার অপেক্ষায় আছি
  2018-10-12 11:22:59  cri



আজকের অনুষ্ঠানের শুরুতে আমি শ্রোতাবন্ধুদেরকে একটি ক্যান্টনিজ গান শোনাতে চাই। আসলে গত শতাব্দীর ৮০ ও ৯০-এর দশকে হংকংয়ের ক্যান্টনিজ গান চীনে খুবই জনপ্রিয় ছিল। আজকের ক্যান্টনিজ গানটির শিরোনাম 'ভালোবাসা শাশ্বত'; গেয়েছেন হংকংয়ের বিখ্যাত শিল্পী চাং স্যুয়ে ইয়ৌ (জ্যাকি চেউং)। আসলে গানটির শিরোনামের কথা যেন আমাদের জীবনের কথা। আর ভালোবাসাসম্পর্কিত গানও যেন আমাদের আজীবন পছন্দের গান।

জ্যাকি চেউং ১৯৬১ সালের ১০ জুলাই হংকংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে তিনি হংকংয়ের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৮৫ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম 'স্মাইল' প্রকাশ করেন। ১৯৯৩ সালে তাঁর 'কিস গুডবাই' নামের অ্যালবামটি তাইওয়ানে রেকর্ডসংখ্যক বিক্রি হয়।

১৯৯৮ সালে তিনি তাইওয়ানের 'স্বর্ণ সংগীত শ্রেষ্ঠ গায়ক' পুরস্কার লাভ করেন। তিনি একজন অভিনেতাও বটে। ভালো অভিনয়ের কারণে তিনি অনেক চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।

এখন আমি শ্রোতাবন্ধুদেরকে 'ভালওোবাসা শাশ্বত' গানের কথাগুলো বলব। গানটির কথা অনেকটা এরকম: 'শুরু হয়, কিন্তু শেষ নেই। অনেক কষ্ট ভোগ করতে পারি। কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। এই অশেষ ভালোবাসা আমি তোমাকে দেবো। এই জীবন ও পরবর্তী জীবনে আমি অশেষ ভালবাসা তোমাকে দেবো। চোখ বন্ধ করে অন্ধকারে তোমার চেহারা দেখি। আমার হৃদয়ের হ্রদে তোমার ভালোবাসা অশেষ। তোমার সঙ্গে অশেষ সময় কাটাবো। তোমার সঙ্গে আজীবন থাকবো। ভালোবাসার মৃত্যু নেই। আমরা একসঙ্গে সুখ-দুঃখে সময় কাটিয়েছি। আমি থাকলে তুমিও থাকবে। হাজার বছর পরও আমি তোমাকে ত্যাগ করবো না। আসলে তুমি আমাকে ত্যাগ করোনি, কারণ তুমি সবসময় আমার হৃদয়ের হ্রদে বাস কর।

আচ্ছা, বন্ধুরা এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

শুনছিলেন 'ভালোবাসা শাশ্বত' গানটি। এখন আমি আপনাদের আরেকটি ভালোবাসার গান শোনাতে চাই। গানের শিরোনাম 'আমি তোমার সঙ্গে থাকতে চাই'। গেয়েছেন লি ইয়াং।

গানের কথা প্রায় এমন: 'শান্ত রাতে, শান্ত স্বপ্নে বেড়ানো হৃদয় কোথায় যাচ্ছে? ভালোবাসা কী? ভালোবাসার কী হয়েছে? ভালোবাসা কোথায় গিয়েছে, তুমি কী জানো? দূরে তোমাকে দেখি, গভীরভাবে তোমার কথা পড়ি। আমার ছোট প্রত্যাশা রয়েছে। আমি তোমার অপেক্ষায় থাকি। একলা আলোয় বিভ্রান্ত চোখে কে এখানে থাকবে? ভালোবাসা কী? কেন ভালোবাসি? আমি তোমার সঙ্গে থাকতে চাই। কখনো তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আমি আরেকবার তোমাকে আলিঙ্গন করতে চাই। কিন্তু আমরা আগের জায়গায় ফিরে যেতে পারি না। গতকাল হাজার কিলোমিটার দূরে।

আচ্ছা, বন্ধুরা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

শুনছিলেন 'আমি তোমার সঙ্গে থাকতে চাই' গানটি। এখন আপনাদেরকে শোনাবো 'শান্ত শান্ত' নামের একটি গান। গেয়েছেন উ সি উয়াও। তিনি চিয়াংসু প্রদেশের ছাংশু শহরে জন্মগ্রহণ করেন। তিনি থিয়ানচিন সংগীত একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি বেইজিংয়ে চীনের জাতীয় বেতারের সংগীত চ্যানেলে কাজ শুরু করেন। ২০০৮ সালে তিনি একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন, নাম 'এপ্রিল অ্যান্ড বক্স'। ২০০৯ সালে তিনি গানের অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি তাইওয়ানে একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এ ছাড়াও, তিনি অনেক টেলিভিশন শো'তে অংশ নেন।

এখন আমি শ্রোতাবন্ধুদেরকে গানটির কথাগুলো পড়ে শোনাবো। গানটির কথা অনেকটা এমন: 'ধীরে ধীরে তোমার বাহু ধরি। মুখে কিছু বলি না। সময় কাটে দ্রুত। তোমার বুকে মাথা রেখে ভরসা পাই। তোমার ভালোবাসার অপেক্ষায় থাকি। তোমার আঙ্গুল আকাশের দিকে ইশারা করো, মুখ আমার চেহারার দিকে ফিরিয়ে আমাকে চুম্বন করো। তুমি আমার হাত ধরো। হাসি শান্তির চেয়ে কার্যকর। আমি তোমাকে বুঝি। আমি সবকিছু বুঝি।'

আচ্ছা, আমরা একসঙ্গে গানটি শুনবো।

শুনছিলেন 'শান্ত শান্ত' নামের একটি গান। এখন আমি আপনাদের আমার একজন প্রিয় গায়ক স্যু জি ছিয়ানের একটি গান শোনাবো। গানের শিরোনাম 'ঠিকই আছে'। স্যু জি ছিয়ান ১৯৮৩ সালের ১৭ জুলাই শাংহাইতে জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়ক, সংগীত-প্রযোজক, অভিনেতা ও ব্যবসায়ী। ২০০৫ সালে তিনি হোটেল প্রশাসনবিষয়ক ইনস্টিটিউট 'গ্লিওন ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন' থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০৫ সালে একটি টেলিভিশন সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ২০০৬ সালে তিনি নিজের একটি অ্যালবাম প্রকাশ করেন। ২০১২ সালে তিনি শাংহাইতে একটি 'হটপট রেস্তোরাঁ' চালু করেন। এরপর তিনি পোশাক ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে তিনি চীনের সবচেয়ে জনপ্রিয় গায়কের পুরস্কার লাভ করেন।

'ঠিকই আছে' গানের কথা এমন: 'ইচ্ছার বিরুদ্ধে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? কানা ও বোবা সেজে আমার সঙ্গে কথা বলো না। আমাদের ভালোবাসা এখানে শেষ হয়ে ভালোই হয়েছে। কমবেশি আমি ভুলে থাকতে পারবো। আমি নিজের খেয়াল নিজে রাখতে সক্ষম। আমাদের দূরত্ব এখানে ঠিকই আছে। আমরা আলিঙ্গন করতে পারি না, কিন্তু পরস্পরকে ছেড়েও দিতে পারি না। গভীরভাবে ভালোবেসেছিলাম, আমার অভিযোগ করা উচিত নয়। ভেঙ্গে দেওয়ার মূল কারণ কী? গল্প যদি সুন্দর হয় তাহলে ভেতরে সত্য কথা লুকায়। আমাদের ভালোবাসা এখানে ঠিকই আছে। আমরা ঝগড়া করবো না, আমরা পরস্পরকে আহত করবো না। আকাশে অন্ধকার, অন্ধকার ঠিকই আছে।' এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এতোক্ষণ আপনারা কয়েকটি চীনা গান শুনলেন। এখন আমরা কয়েকটি বাংলা গান শোনাবো।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো গান শুনতে চান, তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com..cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040