কু জেং সুর চিয়াও ছুয়াং ইয়ে ইয়ু ইত্যাদি
  2018-10-15 10:57:07  cri


সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'সুরের ধারা' অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানে আমি আপনাদের চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কু জেং-এর কথা জানাবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

প্রিয় শ্রোতা, আজকের কু জেং বাদ্যযন্ত্র চীনের হান রাজবংশের আমলে প্রচলন হয় । আজকের কু জেং-এর ১৬, ১৮ ও ২১টি তাল আছে।

কু জেং-এর বাজানো পদ্ধতি প্রথম দিকে উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিভক্ত ছিল। এখন বিভিন্ন অঞ্চলের নিজস্ব বাজানোর পদ্ধতি আছে।

আজকের অনুষ্ঠানে কু জেং-এর ৩টি সুর শোনাবো। প্রথমটা হল 'চিয়াও ছুয়াং ইয়ে ইয়ু'। এ সুরটি চীনের কুয়াং তুং প্রদেশের একটি খুব বিখ্যাত কু জেং সুর। এ সুরে বৃষ্টির দিনে ঘরে বসে বাইরে কলা গাছের পাতায় বৃষ্টিপড়ার আওয়াজ শোনা যায় এমন অনুভূতি প্রকাশ পায়। শুনুন তাহলে সুরটি।

'ছুন চিয়া হুয়া ইয়ুয়ে ইয়ে' হল চীনের থাং রাজবংশের একজন বিখ্যাত কবি জাং রো সু'র কবিতা। এ কবিতায় বসন্তকালে চীনের ইয়াংসি নদীর দক্ষিণ তীরের সুন্দর দৃশ্যের কথা বর্ণনা করা হয়। এমন সুন্দর দৃশ্য দেখে প্রবাসী কবির মনে নিজ দেশের জন্য নরম অনুভূতি জগে ওঠে। এ কবিতার ভিত্তিতেই সুরটি রচিত হয়। শুনুন সুরটি।

'লু ইয়ৌ ইয়ু থাং ওয়ান' সুরটি সুং রাজবংশের বিখ্যাত কবি লু ইয়ৌ'এর প্রেমের গল্পের জন্য রচিত হয়। কবি লু ইয়ৌ এবং তার স্ত্রী থাং ওয়ান বিয়ে করার পর পরস্পরকে খুব ভালবাসতো। দু'জনেই সাহিত্যিক , একসঙ্গে কবিতা রচনা করত এবং সাহিত্য নিয়ে আলোচনা করতো। কিন্তু কবি'র মা পুত্রবধূকে পছন্দ করতেন না, বরং তাকে বিবাহবিচ্ছেদ করার জন্য কবিকে বার বার চাপ দিতেন। কবি অনেক চেষ্টা করার পরও কোন উপায় না দেখে স্ত্রী থাং ওয়ানের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। এরপর থাং ওয়ান আরেক জনকে বিয়ে করেন।

কয়েক বছর পর, কবি লু ইয়ৌ এক দিন পার্কে বেড়াতে যাওয়ার সময় আবার থাং ওয়ান এবং তার স্বামীর সঙ্গে দেখা হয়। অতীত ভালবাসার কথা মনে পড়ে তারা মনে মনে অনেক কষ্ট পান। তারপর 'ছাই থৌ ফেং' নামক একটি কবিতা লেখেন। থাং ওয়ান এ কবিতা শুনে মনে অনেক কষ্ট পান। এর জবাবে তিনিও একটি কবিতা লেখেন। এ গল্পের ভিত্তিতে 'ছাং থৌ ফেং' সুরটি রচিত হয়। এখন শুনুন সুরটি।

সুপ্রিয় শ্রোতা, আজকের সুরের ধারা অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040