মিসরে 'সিনাই ২০১৮' অভিযানে ৮ মাসে ৪৫০ চরমপন্থি নিহত
  2018-10-17 12:45:27  cri

অক্টোবর ১৭: মিসরে 'সিনাই ২০১৮' অভিযান গত ৮ মাসে ৪৫০ জন চরমপন্থি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক পক্ষ। গতকাল (মঙ্গলবার) মিসরের সামরিক পক্ষের মুখপাত্র তামের আল-রেফাই গণমাধ্যমকে এ-তথ্য জানান।

মুখপাত্র জানান, গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া 'সিনাই ২০১৮' অভিযানে ৩০ জন পুলিশও প্রাণ হারিয়েছেন। সব অভিযান আবাসিক এলাকার বাইরে চালানো হয়েছে এবং এ-অভিযানে স্থানীয় মানুষের সমর্থন রয়েছে বলেও তিনি দাবি করেন।

এদিকে, গত সোমবার মিসরের প্রেসিডেন্ট দেশে চলমান জরুরি অবস্থার মোয়াদ আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দেন। এর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে দেশের নিরাপত্তা রক্ষায় 'সবধরনের পদক্ষেপ' নেওয়ার অনুমতিও দিয়েছেন তিনি। গত বছরের এপ্রিলে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040