মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ড-তারকা আইয়ুব বাচ্চু
  2018-10-20 19:18:51  cri
চট্টগ্রামে চৈতন্য গলি কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। শনিবার সকাল ১১টায় ঢাকা থেকে চট্টগ্রাম নেওয়া হয় আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে মরদেহ গ্রহণ করেন সিটি মেয়র।

বেলা ১২টায় তার মরদেহ নেওয়া হয় পূর্ব মাদারবাড়ি নানাবাড়িতে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বিকাল ৩টায় শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শিল্পীর কফিন রাখা হয় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। সেখানে হাজারো ভক্ত, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের জনতা তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। বাদ আছর জানাজা শেষে তাকে সমাহিত করা হয়। গত বৃহস্পতিবার ঢাকায় নিজবাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় এই সংগীতশিল্পী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। পরে বাদ জুমা জাতীয় ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শিল্পীর ছেলে আহনাফ তাজওয়ার কানাডা থেকে এবং মেয়ে ফাইরুজ সাফরা অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে বাবার দাফনে শরিক হন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040