'সুন্দর তৃণভূমি আমার পরিবার'
  2018-10-21 14:56:01  cri



বন্ধুরা, গতকাল আমি আপনাদেরকে মে ডে ব্যান্ডের কয়েকাটি গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমি আরো কয়েকটি মে ডে'র গান শোনাবো। প্রথমে শোনাবো ব্যান্ডটি'র 'পিটার ও মেরি' শীর্ষক গান। ১৯৯৯ সালে গানটি প্রথম প্রকাশিত হয় চীনের তাইওয়ানের আঞ্চলিক ভাষায়। ২০১৭ সালে ম্যান্ডারিন ভাষায় পুনরায় প্রকাশিত হয়। গানটি হল একই নামের চলচ্চিত্রের থিম সংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মে ডে'র 'পিটার ও মেরি' গানটি। এখন আমি আপনাদেরকে ব্যান্ডটির 'সবচেয়ে গুরুত্বপূর্ণ সামান্য বিষয়' নামের গান শোনাবো। গানটি ২০০৬ সালে রিলিজ হয়। ব্যান্ডটির সদস্য ও প্রধান গায়ক আসিন গানের কথা লিখেছেন এবং মাসা সুর রচনা করেছেন। গানে বলা হয়েছে: আমি অস্থির সময় কাটিয়েছি। আমি অর্ধেক শহর ঘুরেছি, শুধুমাত্র তোমার চেহারা দেখতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার সবচেয়ে ছোট বিষয়। এ জটিল বিশ্বে সত্য কী? আমি সাহস নিয়ে সামনে এগিয়ে যাই। যদিও সুখ ছোট বিষয়, তবুও এটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আচ্ছা, আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ব্যান্ড মে ডে'র কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের মঙ্গোলিয়া জাতির একজন নারী কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন দেদেমা। তিনি চীনের মঙ্গোলিয়া জাতির মেজ্জো সোপ্রানো (Mezzo-Soprano) গায়িকা। তিনি ১৯৪৭ সালে চীনের ইনার মঙ্গোলিয়ার এজিনা বান্নারে জন্মগ্রহণ করেন। প্রথমে শোনাবো দেদেমা'র কন্ঠে 'সুন্দর তৃণভূমি আমার পরিবার'নামের গান। তিনি ১৯৭৮ সালে প্রথমে গানটি গেয়েছেন। গানটি ১৯৮০ সালে ইউনেস্কোর বিশ্ব বিশিষ্ট সংগীতের তালিকায় অন্তর্ভুক্ত হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন দেদেমার কন্ঠে 'সুন্দর তৃণভূমি আমার পরিবার' নামের গান। ১৯৭৮ সালে দেদেমা এ গান গওয়ার পর সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮২ সালে তিনি চীনের কেন্দ্রীয় জাতীয় নাচ ও গান গ্রুপে যোগ দেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পর্যায়ে 'শ্রোতাদের জনপ্রিয় কন্ঠশিল্পী' প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তিনি বেইজিংয়ে কনসার্ট আয়োজন করেন। ১৯৮৯ সালে তিনি 'চীনের শ্রেষ্ঠ দশ নারী কন্ঠশিল্পী'-র তালিকায় শীর্ষস্থান দখল করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দাকুরা' নামের গান শোনাবো। গানটি একটি প্রাচীন মঙ্গোলিয়া জাতির লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন দেদেমার কন্ঠে 'দাকুরা' নামের মঙ্গোলিয়া জাতির লোকসংগীত। ১৯৯১ সালে তিনি চীনের সংখ্যালঘু জাতির শিল্পী প্রতিনিধিদলের হয়ে মঙ্গোলিয়ায় সঙ্গীত পরিবেশন করেন। তিনি সেদেশের জাতীয় সংস্কৃতিক ও শিল্পের সর্বোচ্চ পুরস্কার লাভ করেন। তিনি হলেন চীনের যুব কমিটির সদস্য, চীনা সঙ্গীতশিল্পী সমিতির সদস্য, চীনা সংখ্যালঘু জাতির সংস্কৃতি ও শিল্প তহবিলের সদস্য। ২০০০ সালে তিনি 'জাতীয় উন্নত কর্মী' পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ঘোড়া-চালক' নামের গান শোনাবো। গানটি ২০০৩ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন দেদেমার কন্ঠে 'ঘোড়া-চালক' শীর্ষক গান। ১৯৬০ সালের অগাষ্টে চীনের ইনার মঙ্গোলিয়ার কুএজিনা বান্নারের উলানমুছি নামের সংস্কৃতি গ্রুপ প্রতিষ্ঠিত হয়। তখন প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী দেদেমা উলানমুছিতে যোগ দেন। ১০৬১ সালে ১৪ বছর বয়সী দেদেমা ইনার মঙ্গোলিয়ার সংস্কৃতি ব্যুরোর উদ্যোগে উলানমুছি প্রশিক্ষণ ক্লাসে অংশ নেন। ১৯৬২ সালে তিনি ইনার মঙ্গোলিয়ার শিল্প বিদ্যালয়ের ভোকাল গবেষণা ক্লাসে লেখাপড়া করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'গোচারণ গান' শোনাবো। গানটি মঙ্গোলিয়া জাতির লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040