রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে আসছে যুক্তরাষ্ট্র
  2018-10-21 15:52:14  cri
অক্টোবর ২১: রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি চুক্তি থেকে সরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল (শনিবার) এই কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পদক্ষেপের ফলে উভয় দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়া চুক্তিটি মেনে চলছে না। তাই যুক্তরাষ্ট্র এটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টোন এ দিন রাশিয়াসহ চারটি দেশ সফর শুরু করেছেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার কথা অনুযায়ী, তার এই সফরের উদ্দেশ্য হল রাশিয়াকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত জানানো।

১৯৮৭ সালে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি অনুযায়ী ৫০০ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাবে না। (ফেইফেই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040