সিরিয়ায় আইএস নির্মূল হয়েছে:রুশ প্রতিরক্ষামন্ত্রী
  2018-10-21 16:16:07  cri
অক্টোবর ২১: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগু গতকাল(শনিবার) সিংগাপুরে আসিয়ানের পঞ্চম প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের সম্মেলনে জানিয়েছেন, তিন বছরে রুশ বাহিনীর সমর্থনে সিরিয়ায় আইএসকে নির্মূল করা হয়েছে।

রাশিয়ার আরটি টেলিভিশন থেকে এই খবর জানা গেছে। এদিন আরটি টেলিভিশন শোইগুর কথার উদ্ধৃতি দিয়ে জানায়, রুশ বাহিনীর সমর্থনে সিরিয়ায় ৮৭.৫ হাজার সশস্ত্র ব্যক্তিকে নির্মূল করা হয়েছে, ৯৫ শতাংশেরও বেশি ভূখণ্ড ও প্রধান শহরসহ ১৪১১টি আবাসিক এলাকাকে মুক্ত করা হয়েছে। সশস্ত্র ব্যক্তিদের ১.২২ লাখ আশ্রয়কে ধ্বংস করা হয়েছে।

শোইগু জোর দিয়ে বলেন, বর্তমানে সিরিয়ায় ৯০ শতাংশেরও বেশি লোক সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় বসবাস করে। দেশের টেলি যোগাযোগও পুনরুদ্ধার হয়েছে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040