ইয়েমেনের পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড়ে ১১ জন নিহত
  2018-10-22 14:27:11  cri
অক্টোবর ২১: গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় লাবান ইয়েমেনের পূর্বাঞ্চলের আল-মাহরাহ প্রদেশে আঘাত হানে। ঘূর্ণিঝড় পরবর্তী সৃষ্ট বন্যায় ১১ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছে।

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ কার্যালয় গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে আরো বলা হয়, ১৪ অক্টোবর ঘূর্ণিঝড় এ প্রদেশে আঘাত হানলে প্রচণ্ড বাতাস ও ঝড়বৃষ্টি দেখা দেয়। এতে প্রদেশের অধিকাংশ এলাকা বন্যায় ডুবে যায়, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বন্যায় ৬০টিরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয় এবং ২২০০টিরও বেশি পরিবার গৃহহারা হয়।

বর্তমানে প্রদেশের কয়েকটি শহরে ঝড়বৃষ্টি অব্যাহত রয়েছে। কিছু সড়কে যান চলাচল শুরু হয়েছে এবং প্রদেশটির বন্দরও খোলা হয়েছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040