আইআরবিএম থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিলে প্রতিক্রিয়া দেখাবে রাশিয়া
  2018-10-22 14:56:47  cri
অক্টোবর ২২: গতকাল (রোববার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় দুমা জানায়, যুক্তরাষ্ট্র একতরফাভাবে আইআরবিএম বা মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে সামরিক প্রযুক্তি খাত ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রতিক্রিয়া দেখাবে রুশ সরকার।

এদিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সারগেই রিয়াবকোভ রুশ গণমাধ্যমকে জানান, রাশিয়ার বিরুদ্ধে বারবার আইআরবিএম লঙ্ঘনের অভিযোগ করে ওয়াশিংটন; তবে এর কোনো প্রমাণ নেই। এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার মার্কিন সরকারের মূল উদ্দেশ্য- কৌশলগত স্থিতিশীলতায় রুশ সরকারের ওপর দায়িত্ব অর্পণ করা। তবে ইরানের পরমাণু চুক্তি ও অন্যান্য আন্তর্জাতিক চুক্তির মতো আইআরবিএম থেকে ওয়াশিংটন সরে গেলে অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে মস্কো। রাশিয়া সফররত মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা-বিষয়ক সহকারী মন্ত্রী জন বোল্টন এ বিষয়ে আরো ব্যাখ্যা দেবেন বলে আশা করেন তিনি।

রুশ রাষ্ট্রীয় দুমার আন্তর্জাতিক-বিষয়ক কমিটির চেয়ারম্যান লেওনিদ স্লাস্কিও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাহার পরমাণু যুদ্ধোপকরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ঝুঁকি সৃষ্টি করবে এবং বিশ্বে সামরিক প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040