প্রথম রেশমপথ সংলগ্ন দেশের যুব আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী বেইজিংয়ে উদ্বোধন
  2018-10-22 16:40:28  cri

অক্টোবর ২২: সপ্তাহব্যাপী প্রথম রেশমপথ সংলগ্ন দেশের যুব আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী গতকাল (রোববার) বেইজিংয়ে উদ্বোধন হয়।

বেইজিং আন্তর্জাতিক আলোকচিত্র সপ্তাহ কমিশন, রেশমপথ সংলগ্ন দেশের যুব আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা কমিশন, চীনের সুং ছিংলিং যুব বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে এ প্রদর্শনী আয়োজিত হয়। এর প্রতিপাদ্য 'আলোকচিত্রের মাধ্যমে মৈত্রীর রেশমপথ যুক্ত করা'। এবার প্রতিযোগিতায় চীনসহ ৫২টি দেশ ও অঞ্চলের ৬১ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর ১ লাখ ৫৭ হাজার ৯৮৮টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

চীনের শিল্প ও আলোকচিত্র সমিতির চেয়ারম্যান ইয়াং ইউয়ান সিং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, আশা করি আমরা আলোকচিত্র প্রতিযোগিতার মাধ্যমে রেশমপথ সংলগ্ন দেশের যুব বিনিময়ের মঞ্চ স্থাপন করতে পারবো। যাতে বিভিন্ন সংস্কৃতির বিনিময় ও সহাবস্থা ত্বরান্বিত করা যায়। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040