দায়িত্ব পালন শুরু করেছে প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলার স্বেচ্ছাসেবকরা
  2018-10-22 16:43:45  cri

অক্টোবর ২২: গত শনিবার প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলার পাঁচ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক চীনের রাষ্ট্রীয় প্রদর্শনী কেন্দ্রে (শাংহাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে।

মোট ৫৪০০ জন স্বেচ্ছাসেবক এই মেলায় অংশ নেবে। তাদের মধ্যে ১৫২ জন হলেন দীর্ঘমেয়াদী পরিচালনা পদের স্বেচ্ছাসেবক। তারা প্রধানত শাংহাই-এর উচ্চ বিদ্যালয়, সরকারি বিভাগের কর্মী। তারা গত জুন মাস থেকেই বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছে। এছাড়া বাকি ৫২০০ জন স্বেচ্ছাসেবক হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। তারা বিভিন্ন প্যাভিলিয়নের সেবা কাজে অংশ নেবেন। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040