যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ বন্ধ করা উচিত: চীনা মুখপাত্র
  2018-10-22 18:26:17  cri
অক্টোবর ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে দেশটির মধ্যমেয়াদী নির্বাচনে হস্তক্ষেপ করার যে অভিযোগ করেছে, তা একদম ভিত্তিহীন। চীন এর দৃঢ় বিরোধিতা করে। বেইজিং ওয়াশিংটনকে এমন অভিযোগ বন্ধ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়ন রক্ষা করার তাগিদ দেয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কথা, রাশিয়া, চীন ও ইরান আগামী মাসে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদী নির্বাচনে হস্তক্ষেপ করছে। এর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নেট নিরাপত্তা কোম্পানি জানিয়েছে, তারা চীনের হস্তক্ষেপের প্রমাণ পায় নি। এ সম্বন্ধে হুয়া ছুন ইং বলেন,

যুক্তরাষ্ট্রের অভিযোগ একদম ভিত্তিহীন। চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। আসলে যুক্তরাষ্ট্রের অনেক তথ্যমাধ্যম এবং সমাজের বিভিন্ন মহল মনে করে, এমন অভিযোগ হাস্যকর। আমরা যুক্তরাষ্ট্রকে এমন অভিযোগ বন্ধ করার তাগিদ দেই। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040