চীনে উন্নত ব্যবসার পরিবেশ বাস্তবায়নে রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত সম্মেলন
  2018-10-23 10:32:08  cri
অক্টোবর ২৩: গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের নিয়মিত সম্মেলনে সভাপতিত্ব করেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। এতে চীনের ব্যবসা পরিবেশ আরো উন্নত করা, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের ঋণপত্র ও অর্থায়নে সমর্থন ব্যবস্থা স্থাপন, বাজারায়ন পদ্ধতিতে শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়ন সমস্যা সমাধান এবং রাষ্ট্রীয় 'ইন্টারনেট প্লাস তত্ত্বাবধান' ব্যবস্থা নির্মাণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। যাতে বুদ্ধিবৃত্তিক সরকারি তত্ত্বাবধান নিশ্চিত করা যায়।

সম্মেলনে বৈশ্বিক পরিবর্তনে চীনের উন্নয়নের জন্য সৃষ্ট চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করা হয়েছে এবং ধাপে ধাপে ব্যবসার পরিবেশ উন্নত করে শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা ও বাধা দূর করার কথা বলা হয়েছে। আগামী বছর মার্চের শেষ নাগাদ সার্বিকভাবে বিদেশি ব্যবসায়ীদের বাজারে প্রবেশের বাধা দূর করা এবং বিভিন্ন বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের অনুমোদন প্রক্রিয়া সহজ করতে হবে। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের করও কমিয়ে দিতে হবে এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের সেবার মান উন্নত করতে হবে।

সম্মেলনে আরো বলা হয়, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের গুরুত্বপূর্ণ নির্মাণকারী এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নে আরো বেশি সুবিধাজনক নীতিমালা প্রণয়ন করা উচিত বলেও সম্মেলনে উল্লেখ করা হয়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040