পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2018-10-23 10:35:38  cri
অক্টোবর ২৩: গতকাল (সোমবার) বেইজিংয়ে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ওগুস্তো স্যান্তোস সিলভা বৈঠক করেছেন।

বৈঠককালে ওয়াং ই বলেন, চীন-পর্তুগাল সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করা এবং বাস্তব সহযোগিতা গভীরতর করার ক্ষেত্রে পর্তুগালের ইচ্ছার ওপর গুরুত্ব দেয় বেইজিং। চীন পর্তুগালের সঙ্গে পরবর্তীতে দু'দেশের উচ্চ পর্যায়ের বিনিময়ের জন্য প্রস্তুতি নিতে আগ্রহী বলে জানান ওয়াং ই। 'এক অঞ্চল, এক পথের' নির্মাণ কাজে সমর্থন দেওয়ায় পর্তুগালের প্রশংসা করে ওয়াং ই বলেন, ইউরেশিয়ান অঞ্চলের আন্তঃযোগাযোগ জোরদারের মাধ্যমে অব্যাহতভাবে চীন ও পর্তুগালের পারস্পরিক কল্যাণকর সহযোগিতার নতুন ক্ষেত্র ও মহাকাশ খাতে সম্প্রসারণে ইচ্ছুক চীন।

বৈঠকে সিলভা বলেন, চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের সঙ্গে ইউরেশিয়ান অঞ্চলের আন্তঃযোগাযোগ বৃদ্ধি লক্ষ্যের মিল আছে। পর্তুগাল 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের নির্মাণকাজে অংশ নিতে এবং ইউরেশিয়ান অঞ্চলের সড়কপথ ও সামুদ্রিক রেশমপথের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ার জোরালো ইচ্ছা ব্যক্ত করেন তিনি।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040