বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক সেতু চালু করেছে চীন
  2018-10-23 10:54:42  cri
অক্টোবর ২৩: বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক সেতু উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ (মঙ্গলবার) সকালে চীনের কুয়াংতোং প্রদেশের চ্যুহাইয়ে 'হংকং-চ্যুহাই-ম্যাকাও সেতু'র উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আনুষ্ঠানিকভাবে এ সেতু যাতায়াতের জন্য উন্মুক্ত করেন।

হংকং-চ্যুহাই-ম্যাকাও সেতুর মোট দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এ সেতু সমুদ্রের বুকে হংকং, চ্যুহাই ও ম্যাকাওকে সংযুক্ত করেছে।

(আকাশ/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040