'মধ্যপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি' থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পরিকল্পনা বিপজ্জনক: রাশিয়া
  2018-10-23 13:17:08  cri

অক্টোবর ২৩: 'মধ্যপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি (আইআরবিএম) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পরিকল্পনা বিপজ্জনক বলে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্টের তথ্যসচিব দমিত্রি পেসকভ। তিনি বলেন, দেশটি সত্যিই এ পদক্ষেপ নিলে, তা মোকাবিলার জন্য পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া।

গতকাল (সোমবার) পেসকভ জানান, মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রীয় নিরাপত্তা-বিষয়ক সহযোগী জন বোল্টন বর্তমানে রাশিয়ায় সফর করছেন। আইআরবিএম চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে তার সঙ্গে আলোচনা করবে রাশিয়া।

পেসকভ আরো বলেন, চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যেতে আইনি প্রক্রিয়ায় ছয় মাস লাগতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো পদক্ষেপ নেয়নি; তবে এসব মন্তব্য উদ্বেগজনক।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও রাশিয়া আইআরবিএম চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, দু'দেশ কখনওই ৫০০ থেকে ৫৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি বা পরীক্ষা করবে না বলে সিদ্ধান্ত নেয়। তবে, সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশ পরস্পরের বিরুদ্ধে এ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040