'তুয়ান উ উত্সবের চোংয্যি'(২)
  2018-11-12 16:11:10  cri
সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, গত পাঠে আমরা 'তুয়ান উ উত্সবের চোংয্যি' নামে পাঠের কিছু বিষয় নিয়ে আপনাদের শিখিয়েছিলাম। আজকে আমরা এই পাঠ থেকে নতুন কিছু বিষয় শেখাবো।

বন্ধুরা, এই অংশের প্রধান অর্থ হল :

নানীর রান্না করা চোংয্যি অনেক সুস্বাদু এবং খুব বৈচিত্রময়। ভিতরে লাল কুলের সঙ্গে আরো থাকে লাল তাল এবং মাংস। আমরা নানীর বাসায় আনন্দের সঙ্গে চোংয্যি খেয়েছি। এ ছাড়া নানী আমাদেরকে আরো কিছু চোংয্যি দিয়েছেন। যাতে আমরা বাসায় ফিরে প্রতিবেশীকে বিতরণ করতে পারি।

বড় হওয়ার পর আমি জানতে পেরেছি, চোংয্যি খাওয়ার কারণ হলো, চীনের ছু রাজবংশের দেশপ্রেমী কবি ছু ইউয়ানকে স্মরণ করা।

বন্ধুরা, আপনাদের মনে আছে? গত পাঠে আমরা আপনাদেরকে ছু ইউয়ানের কাহিনী জানিয়েছি। আপনাদের মনে করিয়ে দেয়ার জন্য আবারও একটু বলি, যাতে আপনারা ভালোভাবে চোংয্যি খাওয়ার উদ্দেশ্য বুঝতে পারবেন।

প্রাচীন চীনের দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের স্মরণে এই উত্সব উদযাপন করা শুরু হয়। ছু ইউয়ান ছিলেন খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ছু রাজবংশের একজন দেশপ্রেমিক কবি। ছু রাজ্য যখন যুদ্ধে হেরে শত্রুর দখলে চলে যায়, তখন ছু ইউয়ান দুঃখে ও ক্ষোভে মিলো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যার দিনটি ছিলো চান্দ্রবর্ষের পঞ্চম মাসের পঞ্চম দিন।

এরপর থেকে প্রতি বছরের সেই দিনটিতে দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের স্মৃতিচারণের জন্য লোকেরা বাঁশের পাত্রে চাল রেখে নদীতে ফেলে দেয় এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে চীনারা চোংয্যি নামে এক ধরনের খাবার নদীতে ফেলে ছু ইউয়ানকে স্মরণ করেন।

বন্ধুরা, এই পাঠ কিছুটা লম্বা; তবে, কোনো চিন্তা করবেন না। পাঠ থেকে কিছু মৌলিক শব্দ শিখলেই হবে।

十分 shí fēn খুব

好吃 hǎo chī সুস্বাদু।好hǎo এর আসল অর্থ ভালো, এখানে মানে খুব। 好 শব্দ দিয়ে আমরা আরো কয়েকটি শব্দ তৈরি করতে পারি। যেমন: 好美 hǎo měi মানে খুব সুন্দর।

除了 chú le মানে except..., কে ছাড়া

還有 hái yǒu আরো আছে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040