কফিহাউসের আড্ডা: আধুনিককালে রবীন্দ্রচর্চার সংশ্লিষ্টতা
  2018-11-23 14:48:45  cri


জীবন চলার পথে 'কত স্বপ্নের রোদ ওঠে, আর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়! কতজন এলো-গেলো কতজনই আসবে- কফিহাউসটা শুধু থেকে যায়।' প্রিয় বন্ধুরা, কফিহাউসও থাকবে এবং আমিও এখন থেকে বাকি ২০ মিনিট থাকব আপনাদের সঙ্গে; শেয়ার করব জীবনের অনেক কথা।

সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ সপ্তাহে আড্ডার বিষয় হচ্ছে: আধুনিককালে রবীন্দ্রচর্চার সংশ্লিষ্টতা। আজকের আড্ডায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন অধ্যাপক অভ্র বসু। তিনি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040