'একে অপরকে ভুলে যাবো'
  2018-12-03 10:16:34  cri




বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের একজন নারী কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন সিন সিয়াও ছি। তিনি ১৯৬২ সালের ৮ ফেব্রুয়ারি তাইওয়ানের তাইচং শহরের ফেং ইউয়ান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত প্রযোজক। তার পূর্বপুরুষের বাড়ি লিয়াওনিং প্রদেশের থিয়েলিং শহরের ছাংতু জেলায়। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'একে অপরকে ভুলে যাবো' নামের গান। গানটি একটি টিভি সিরিজের থিম সং। গানটি ২০০২ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সিন সিয়াও ছি'র কন্ঠে 'একে অপরকে ভুলে যাবো' নামের গান। ১৯৮৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৭ সালে তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৯৪ সালে তিনি 'অধিগমন' নামের গান দিয়ে ১০টিরও বেশি পুরস্কার লাভ করেন। তাঁর অ্যালবাম ৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়। তিনি ১৯৯৭, ১৯৯৯, ২০০২ সালে গোল্ডেন মেলডির শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'অধিগমন' নামের গানটি শোনাবো। গানটি ১৯৯৪ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন সিন সিয়াও ছি'র কন্ঠে 'অধিগমন' নামের গান। ২০০৩ সালে তিনি গীতিনাট্যে অভিনয় করে গোল্ডেন মেলোডির সেরা ক্রসওভার সঙ্গীত অ্যালবামের পুরস্কারের জন্য মনোনীত হন। ২০০৪ সাল পর্যন্ত তাঁর অ্যালবাম সকল এশিয়ায় ১ কোটি কপি বিক্রি হয়। ২০০৭ সালে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ২০১১ সালে তিনি চীনের মূল ভূভাগে প্রথম কনসার্ট করেন। ২০১২ সালে তিনি 'সুখের সঙ্গে দেখা হয়' নামের অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি তিনটি পুরস্কার লাভ করে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সুখের সঙ্গে দেখা হয়' নামের গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন সিন সিয়াও ছি'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী লি ইউ গাংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। লি ইউ কাং ১৯৭৮ সালের ২৩ জুলাই চিলিন প্রদেশের গংজংলিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের জাতীয় অপেরা এবং নৃত্যনাট্যের প্রথম পর্যায়ের অভিনেত্রী। তার গানে চীনা লোকগান, অপেরা ও আধুনিক গানের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। ১৯৯৬ সালে তিনি হাইস্কুলে চমত্কার সাফল্য নিয়ে চিলিন প্রদেশের শিল্প একাডেমিতে ভর্তি হন। কিন্তু পরিবারের দারিদ্র্যের কারণে তিনি একাডেমি ত্যাগ করেন। ১৯ বছর বয়সে তিনি মাত্র ২শ ইউয়ান সঙ্গে নিয়ে বাইরে কাজ খুঁজতে বের হন। তিনি রেস্তোরাঁ ও নৃত্যশালায় ওয়েটার, পোষাক দোকানের ব্যবসাসহ বিভিন্ন ধরনের কাজ করেন। একবার এক অনুষ্ঠানে তার সহশিল্পী অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি নিজের অংশ ছাড়াও তার সহশিল্পীর গানের অংশ পরিবেশন করেন। এ পরিবেশনার মাধ্যমে তিনি কিছুটা জনপ্রিয়তা অর্জন করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'পদ্ম' নামের গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লি ইউ গাংয়ের কন্ঠে 'পদ্ম' নামের গান। ২০০৬ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশিন (সিসিটিভি)-র একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেন। একই বছরে তিনি চলচ্চিত্রের জন্য কণ্ঠ দেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'নতুন মাতাল সৌন্দর্য' নামের গান শোনাবো। গানটিতে ক্লাসিকল, পপ ও বেইজিং অপেরার বৈশিষ্ট্য দেখা যায়। গানটি ২০১০ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন লি ইউ গাংয়ের কন্ঠে 'নতুন মাতাল সৌন্দর্য' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কণ্ঠে 'এইমাত্র তোমার সঙ্গে দেখা হল' গানটি শোনাবো। 'এইমাত্র তোমার সঙ্গে দেখা হলো' গানটির কথা এমন: 'আমরা কাঁদছি, আমরা হাসছি। আমরা মাথা তুলে আকাশ দেখছি। আকাশে কয়েকটি উজ্জ্বল তারকা আছে। আমরা গান গাইছি, সময়ের গান। আমরা জানি, আলিঙ্গনের কারণ কী। কারণ এই মাত্র তোমার সঙ্গে দেখা। বাতাসে ফল পড়ে বাতাসের মতো। কারণ আমরা বিচ্ছিন্ন হতে চাই না। কারণ এই মাত্র তোমার সঙ্গে দেখা। যদি আমাদের পুনর্মিলন হয়, তাহলে আমি মনে করব অবশ্যই তোমার সব মনে থাকবে।' আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040