চীনের জনপ্রিয় গায়িকা উলানতোয়া
  2018-12-04 15:20:08  cri


উলানতোইয়া চীনের অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হুলুনবেআর শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন মঙ্গোলিয়া জাতির একজন বিখ্যাত গায়িকা। ছোটবেলা থেকেই উলানতোয়া খুব ভালো অনুকরণ করতে পারতেন। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে তাকে সবসময় দেখা যেত। মাধ্যমিক স্কুলে লেখাপড়ার সময় শিক্ষক ও সহপাঠীরা তাকে 'স্কাইলার্ক' নামে ডাকত। হাইস্কুলে উলানতোয়া বিশেষভাবে সঙ্গীত শিখতে শুরু করেন।

১৯৯৭ সালে উলানতোয়া হাইস্কুল থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর একাই চীনের রাজধানী বেইজিংয়ে এসে সঙ্গীত শেখেন। তখন তিনি চীনের বিখ্যাত সুরকার ওয়াং মিং ছি'র কাছ থেকে এক বছর সঙ্গীত শেখেন। ১৯৯৮ সালে উলানতোয়া তার প্রথম গান 'স্বপ্নকে মনে রাখা' রচনা করেন। ২০০৬ সালে ইলানতোয়া চীনের কেন্দ্রীয় টিভিস্টেশন-সিসিটিভির যুব গায়ক প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কার লাভ করেন।

২০০৬ সালের মে মাসে উলানতোয়া তার প্রথম অ্যালবাম 'সিংহের চোখ' প্রকাশ করেন। এটা মঙ্গোলিয়া জাতির বৈশিষ্ট্যময় একটি সঙ্গীত অ্যালবাম। এতে ১২টি গান অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন শুনুন উলানতোয়ার আরেকটি সুন্দর গান; গানের নাম 'হুলুনবেআর মালভূমি'।২০০৭ সালে উলানতোয়া কুয়াংচৌ শহরের সিনইয়ুয়ে সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং 'ভালোবাসা না থাকলে তাকে ছেড়ে দাও', 'মালভূমির নীল আকাশ', 'আগুনে ফিনিক্স'সহ কিছু সুন্দর গান প্রকাশ করেন। বন্ধুরা, এখন শুনুন উলানতোয়ার আরেকটি মনোমুগ্ধকর গান; গানের নাম 'সেতু ও নদী'। ২০০৯ সালে উলানতোয়ার আরেকটি অ্যালবাম 'আমি তিব্বতে যাবো' প্রকাশিত হয়। এই অ্যালবাম প্রকাশের পর পরই এর অন্যতম একটি গান 'ঘোড়া ধরা' সারা চীনে প্রচলিত হয় এবং সেই বছর চীনাদের সবচেয়ে প্রিয় গানের পুরস্কার পায়। ইন্টারনেটে এই গান ডাউলোড হয়েছে অসংখ্যবার। চীনের টেনসেন্ট কোম্পানি এই গানটিকে সেই বছর চীনের দশটি সবচেয়ে জনপ্রিয় গানের অন্যতম হিসেবে নির্বাচন করে। এখন শুনুন উলানতোয়ার কন্ঠে 'স্বপ্নে সবুজ ঘাস'।২০১০ সালে উলানতোয়ার আরেকটি অ্যালবাম 'স্বপ্নের শাংগ্রিলা' রিলিজ হয়।

২০১১ সালের এপ্রিল মাসে উলানতোয়া ও সিনইয়ুয়ে সঙ্গীত কোম্পানির তিন বছরের চুক্তি শেষ হয়। একই বছরের মে মাসে উলানতোয়া নতুন একটি অ্যালবাম 'মালভূমিতে তোমার অপেক্ষায় আছি' রিলিজ হয়। ২০১১ সালের জুলাই মাসে উলানতোয়ার নতুন গান 'ঘোড়া চরানো ছেলে' বাজারে আসে। একই বছরের অক্টোবর মাসে তিনি নতুন একটি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি সই করেন। ২০১২ সালের ৩০ মার্চ উলানতোয়ার নতুন অ্যালবাম 'আমি তিব্বতে এসেছি' প্রকাশিত হয়। একই বছর তার নিজস্ব কনসার্টও আয়োজিত হয়।

২০১৬ সালের এপ্রিল মাসে উলানতোয়া বেইজিংয়ে নতুন অ্যালবাম 'তোমার সঙ্গে পরিচিত হওয়ায় আমাদের বিশেষ সম্পর্ক' প্রকাশিত হয়।

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040