'বৃষ্টি হবে'(২)
  2018-12-12 16:05:27  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, গত পাঠে আমরা 'বৃষ্টি হবে' নামের একটি পাঠের প্রথম অংশ থেকে কিছু শিখিয়েছিলাম। এর চীনা ভাষা 要下雨了yào xià yǔ le ।

বন্ধুরা, এই অংশের প্রধান অর্থ হলো:

ছোট সাদা খরগোশ পুকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করে: ছোট মাছ, ছোট মাছ, তুমি আজ কেন পানির উপরে এসেছো?

ছোট মাছ বলে: বৃষ্টি হবে, পানির নিচে খুব গুমোট লাগছে। আমরা পানির উপরে এসে টাটকা বাতাস নিচ্ছি। ছোট খরগোশ, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে যাও, বৃষ্টিতে ভিজ না।

ছোট খরগোশ ঝুড়ি নিয়ে বাসায় দৌড়ায়। পথের পাশে সে অনেক পিঁপড়া দেখতে পায়। সে পিঁপড়াগুলোকে বৃষ্টির খবর জানায়। একটা বড় পিঁপড়া বলে: হ্যাঁ, বৃষ্টি হবে তো, আমরা জিনিসপত্র স্থানান্তরের কাজে ব্যস্ত।

ছোট খরগোশ আরও দ্রুত বাসায় দৌড়ায়। দৌড়ানোর সঙ্গে সঙ্গে সে চিত্কার করে বলে: মা, মা, বৃষ্টি হবে।

আকাশে বজ্রধ্বনি শোনা যায়! বৃষ্টি এসেছে!

বন্ধুরা, এই পাঠ কিছুটা লম্বা; তবে, কোনো চিন্তা করবেন না; পাঠ থেকে কিছু মৌলিক শব্দ শিখলেই হবে।

跑 pǎo দৌড়ানো

問 wèn জিজ্ঞেস করা

問題 wèn tí প্রশ্ন

説 shuō বলা

快 kuài তাড়াতাড়ি

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040