চীনে মানবাধিকার উন্নয়ন চিন্তাধারার নব্যতাপ্রবর্তন এবং কার্যকারিতা রয়েছে
  2018-12-12 19:13:23  cri

ডিসেম্বর ১২: চীনে মানবাধিকার উন্নয়ন চিন্তাধারার নব্যতাপ্রবর্তন এবং কার্যকারিতা রয়েছে বলে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআইয়ের সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, চীনে মানবাধিকারের অগ্রগতি জীবনের অধিকার অর্জনের পাশাপাশি সারা দেশের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত অধিকার এবং সমাজের ন্যায় ও ন্যায়বিচার রক্ষায় প্রমাণিত হয়েছে।

আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উদ্যোগে প্রকাশিত 'সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছর- চীনের মানবাধিকার খাতের উন্নয়ন ও অগ্রগতি' শীর্ষক শ্বেতপত্রে ব্যাপক আকারে ৪০ বছরে চীনের জনগণকেন্দ্রিক মানবাধিকার উন্নয়নে নতুন চিন্তাধারার ব্যাখ্যা করা হয় এবং মানবাধিকার পরিস্থিতির সার্বিক উন্নয়নের সাফল্যও তুলে ধরা হয়।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040