'প্যারিস চুক্তি' বাস্তবায়নে নির্দিষ্ট নিয়মে পৌঁছানোয় আস্থা আছে চীন, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার
  2018-12-13 19:41:59  cri
ডিসেম্বর ১৩: চীন, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার যৌথভাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশ চারটি জানিয়েছে, 'প্যারিস চুক্তি' বাস্তবায়নে নির্দিষ্ট নিয়মে পৌঁছানোয় তাদের আস্থা আছে।

চীনের জলবায়ু পরিবর্তন-বিষয়ক বিশেষ প্রতিনিধি সিয়ে চেন হুয়া বলেছেন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন পোল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন পক্ষগুলোর মধ্যে মতভেদ থাকলেও আস্থা বজায় আছে। 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন-বিষয়ক কাঠামোগত কনভেনশন' এবং 'প্যারিস চুক্তি'র নির্ধারিত মৌলিক ভিত্তি অনুসরণ করে 'প্যারিস চুক্তি'র বিধান ও নিয়ম সঠিকভাবে বোঝা এবং বাস্তবায়ন করা উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর।

সম্মেলনে বিভিন্ন দেশের ২০২০ সালের আগে জাতীয় স্বাধীন অবদান যত দ্রুত বাস্তবায়ন করার আহবান জানিয়েছে প্রতিনিধিরা। তাছাড়া প্রতিনিধিরা তাগিদ দেয় যে উন্নত দেশগুলো পুঁজি, প্রযুক্তি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর শক্তি উন্নত করাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি প্রদান করবে। (জিনিয়া/টুটুল/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040