চীনের অর্থনীতির গবেষণা ও বিশ্লেষণ করেছে সিপিসি
  2018-12-14 18:52:04  cri

ডিসেম্বর ১৪: গতকাল (বৃহস্পতিবার) চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র পলিট ব্যুরোর এক সম্মেলনে ২০১৯ সালে চীনের অর্থনীতির কাজের ভবিষ্যত্ নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা হয়। বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে আগামী বছর চীনের অর্থনীতি কেমন হবে, কোন দিকে যাবে- তা পর্যালোচনা করা হয়। চীনের অর্থনীতি শুধু চীন নয়, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির সঙ্গেও জড়িত। সম্মেলনে তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ বলে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআইয়ের সম্পাদকীয়তে উল্লেখ করা হয়।

প্রথমত, স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অগ্রগতি অর্জন করা। চলতি বছর সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেসে অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অগ্রগতি অর্জনকে মূল সুর হিসেবে নির্ধারণ করা হয়। ২০১৯ সাল গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। তাই স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে অগ্রগতি অর্জন খুবই গুরুত্বপূর্ণ বলে সম্পাদকীয়তে বলা হয়।

দ্বিতীয় শব্দ হলো- 'উচ্চ মানের উন্নয়ন'। এবারে সিপিসি'র পলিট ব্যুরোর এই সম্মেলন সূত্র থেকে জানা যায়, চলতি বছর চীনে উচ্চ গুণগতমানসম্পন্ন উন্নয়ন বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। যাতে জনগণ আরও বেশি উপকৃত হয়। ২০১৯ সালে উচ্চ গুণগতমানের উন্নয়ন এবং জনগণের সুখী বোধ ও নিরাপত্তা বোধ বাড়ানো হলো চীনা অর্থনীতি বৃদ্ধির উদ্দেশ্য।

তৃতীয় গুরুত্বপূর্ণ শব্দ হলো- দৃঢ়ভাবে নিজ কাজ ভালোভাবে করা। চলতি বছর চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী। চীন ধারাবাহিক উন্মুক্তকরণের নতুন ব্যবস্থা ঘোষণা করেছে। আগামী বছর আন্তর্জাতিক পরিবেশ পরিবর্তনে চীন নিজস্ব বাস্তবতা অনুযায়ী নিজস্ব ছন্দ বজায় রাখবে বলে সম্পাদকীয়তে আশা করা হয়।

লিলি/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040