'এক হাজার বছর পর'
  2018-12-15 19:31:02  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে সিঙ্গাপুরের একজন কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন লিন জুন চিয়ে (জেজে লিন)। প্রথমে শোনাবো জেজে'র কন্ঠে 'এক হাজার বছর পর' গানটি। এটি ২০০৫ সালে রিলিজ হয়। গানটির কথা এমন: হৃদয়ের তাল এলোমেলো/ স্বপ্নও পরাধীন/ ভালোবাসা হল একটি আসল প্রতিশ্রুতি/ কিন্তু এক হাজার বছর পর সেটি পূরণ হবে কি?/ আমি ধ্বংসাবশেষে তোমার জন্য অপেক্ষা করি/ এক বছর পর এ বিশ্ব আমার হবে না/ আমি আন্তরিকভাবে তোমার হাত ধরতে পারবো না/ তোমার কপালে চুম্বন করতে পারবো না/ এক হাজার বছর অপেক্ষা করবে না, কারণ তখন সবাই আমাকে ভুলে যাবে/ সেই সন্ধ্যায় লাল মরুভূমিতে কে হাজার বছরের নির্জনতা ভেঙ্গে দেবে! আচ্ছা, বন্ধুরা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জেজে'র কন্ঠে 'এক হাজার বছর পর' নামের গান। তিনি ১৯৮১ সালের ২৭ মার্চ সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন। বাবা-মা'র কাছে তিনি ৪ বছর বয়স থেকে সংগীত শেখা শুরু করেন। ১৯৯৬ সাল থেকে তিনি বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করেন এবং পুরস্কার লাভ করেন। ১৯৯৯ সালে তিনি হাইস্কুলের একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ছোটো কূপ' শিরোনামের গান শোনাবো। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। গানের কথা এমন: আমি একটি নির্ভরশীল আলিঙ্গন খুঁজছি/ কে আমার জন্য প্রার্থনা, উদ্বিগ্ন ও রাগ করবে?/ সুখের জন্য উপলক্ষ্য দরকার/ ভাগ্যের কারণে আমরা ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়েছি/ একাকীত্ব চলে গেছে/ উদাসীনতা চলে গেছে/ আবার সবকিছু বদলেও গেছে/ আমি প্রতিদিন ঘুমাতে পারি না/ আমি তোমার হাসি মিস করি/ তুমি জানো না যে, তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ/ তোমার কারণে আমার জীবন সম্পূর্ণ হয়েছে/ আমার অবস্থা মাতালের মতো/ আমি তোমাকে ভালোবাসবো চিরদিন।

আচ্ছা, বন্ধুরা, এখন একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জেজে'র কন্ঠে 'ছোট কূপ' নামের গান। তিনি অনেক বিখ্যাত কণ্ঠশিল্পীর জন্য গান রচনাও করেছেন। ২০০৩ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। তার সঙ্গীতে আর এন্ড বি, চীনা বৈশিষ্ট্যময় লোকগান ও আধুনিক পপ গানের শৈলী সংযুক্ত। ২০০৪ সাল থেকে তিনি চীনের মূল ভূভাগে সংগীত নিয়ে কাজ করা শুরু করেন এবং অনেক সাফল্য লাভ করেন। এর পরের বছরগুলোতে তিনি চীনের মূল ভূভাগ, তাইওয়ান ও হংকং, এমনকি যুক্তরাষ্ট্রে সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে জেজে'র কন্ঠে 'ভালোবাসার অভিব্যক্তি' গানটি শোনাবো। গানটি ২০০৯ সালে রিলিজ হয়। জেজে গানের সুর রচনা করেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন জেজে'র কন্ঠে 'ভালোবাসার অভিব্যক্তি' শীর্ষক গান। জেজে'র রচিত গানগুলোয় আর এন্ড বি'র সঙ্গে চীনা লোক সংগীতের বৈশিষ্ট্য লক্ষণীয়। তিনি একজন অভিনেতাও বটে। তিনি কয়েকটি টিভি সিরিজ ও নাটকে অভিনয় করেছেন। এসব টিভি সিরিজ ও নাটক সারা চীনে জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'পারফেক্ট ম্যাচ' শীর্ষক গান শোনাবো। গানটি ২০০৪ সালে রিলিজ হয়। গানটির সুর জেজের নিজস্ব রচনা। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন জেজে'র কন্ঠে 'পারফেক্ট ম্যাচ' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তার কন্ঠে 'রেডক্লিফের গল্প' নামের গান শোনাবো। গানটি ২০০৮ সালে রিলিজ হয়। গানটির সুর জেজের নিজের রচনা। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লিন জুন চিয়ে জেজে'র কন্ঠে 'রেডক্লিফের গল্প' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ফ্রিজ কিস' নামের গান শোনাবো। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। গানটির কথা এমন: সময় স্থির হয়ে আছে। বাসে আর কেউ নেই। যদি ভালবাসা না-থাকে, তাহলে কী থাকবে? তুমি কারণ জানাবে না, তুমি বেছেও নেবে না। মুখোমুখি আমরা দু'জন অপরিচিত মানুষের মতো। ফ্রিজ কিস, সবচেয়ে ভদ্র দু'টি মুখ। আমাদের অনুভব পরিবর্তন হয়েছে। আমরা পরস্পরের সঙ্গে ছলাকলা করতে পারি না। তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে বুঝতে পারি না। আমি প্রশ্ন করতে চাই না। আমি অসুখী নই; আমি ভাল থাকবো।

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040