মার্কিন কংগ্রেসের তিব্বত সম্পর্কিত আইন চীনের অভ্যন্তরীণ ব্যাপারের হস্তক্ষেপ: চীনা মুখপাত্র
  2018-12-15 15:28:38  cri

ডিসেম্বর ১৫: মার্কিন কংগ্রসে পাস হওয়া তিব্বতসংক্রান্ত আইন বাস্তবতা বিবর্জিত এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে জঘন্য হস্তক্ষেপ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেছেন। সম্প্রতি মার্কিন কংগ্রেসে '২০১৮ সালে তিব্বতে প্রবেশবিষয়ক আইন' গৃহীত হয়। চীন এর দৃঢ় বিরোধিতা করে।

তিব্বতে মার্কিন কূটনীতিক, সাংবাদিক ও পর্যটক প্রবেশের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ব্যক্তি তিব্বতে প্রবেশ করতে না পারলে মার্কিন কংগ্রেস চীনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করবে। এ প্রসঙ্গে লু খাং বলেন, তিব্বত ইস্যুটি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। অন্য কোনো দেশের এতে হস্তক্ষেপ করা ঠিক নয়। তিব্বতে বিদেশিদের স্বাভাবিক উপায়েই প্রবেশ করতে হবে। আসলে প্রতি বছর বিপুল পরিমাণ দেশি-বিদেশি লোক তিব্বতে ভ্রমণ ও ব্যবসা করছেন। ২০১৫ সাল থেকে প্রায় ৪০ হাজার মার্কিন নাগরিক তিব্বতে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু পার্টির নেতা এবং সেনেটর। এতে প্রমাণিত হয় যে, মার্কিন কংগ্রেসের আইনে চীনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ একেবারেই ভিত্তিহীন। চীন সরকার ও চীনা জনগণ কোনোভাবেই তা গ্রহণ করবে না।

লু খাং আরো বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগকে এই আইন কার্যকর না করার তাগিদ দেই। যাতে চীন-মার্কিন সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার ক্ষতি না হয়।

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040