পদত্যাগ করলেন মাহিন্দা রাজাপাকসে
  2018-12-16 14:59:42  cri

ডিসেম্বর ১৬: গতকাল (শনিবার) পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নিয়োগকৃত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

দেশের আদালত তার নিয়োগ এবং প্রধানমন্ত্রীর পদ ধরে রাখাকে অবৈধ ঘোষণার পর পদত্যাগ করেন তিনি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও বরখাস্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের ক্ষমতার দ্বন্দ্বেরও সাময়িক অবসান ঘটলো।

রাজাপাকসে অনলাইন রেডিওতে বলেছেন, পার্লামেন্টের নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চান না তিনি। তবে প্রেসিডেন্টের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। যাতে প্রেসিডেন্ট নতুন সরকার গঠন করতে পারেন।

গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এরপর থেকে দেশটিতে অস্থিরতা ও সংকট চলতে থাকে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040