চীনের জাতীয় গণকংগ্রেসের তিব্বতি প্রতিনিধিদলের ডেনমার্ক সফর
  2018-12-17 15:01:51  cri
১৭ ডিসেম্বর: ইউরোপ সফররত চীনের জাতীয় গণকংগ্রেসের তিব্বতি প্রতিনিধিদল গত ১৩ থেকে ১৬ ডিসেম্বর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন সফর করেছে।

সফরে জাতীয় গণকংগ্রেসের তিব্বতি প্রতিনিধিদল ডেনমার্কের সংসদ, সরকার, থিঙ্ক ট্যাংক এবং বিদেশি চীনা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত্ করেন এবং মালভূমির জীবন, কাজের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে জানান। তাঁরা তিব্বতের উন্নয়ন ও অগ্রগতি এবং প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চেতনায় তিব্বতের ব্যাপক উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরেন। ডেনমার্কের বিভিন্ন মহল এতে উষ্ণ প্রতিক্রিয়া দেখিয়েছে এবং সফরে ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে।

ডেনমার্কের পার্লামেন্টারি ফরেন পলিসি কমিটির বিভিন্ন সাংসদদের সঙ্গে সাক্ষাতে জাতীয় গণকংগ্রেসের তিব্বতি প্রতিনিধিদলের নেতা বলেন, দীর্ঘ সময় ধরে দালাই বিভিন্ন স্থানে চীনবিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালিয়েছে। দালাইয়ের প্রচারণায় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাবিষয়ক গুরুত্বপূর্ণ নীতিগত সমস্যা রয়েছে। তিনি আশা করেন ডেনমার্ক দালাই গোষ্ঠীর চীনবিরোধী বিচ্ছিন্নতাবাদ সম্পর্কে বুঝতে পারবে।

চীনের জাতীয় গণকংগ্রেসের তিব্বতি প্রতিনিধিদলের সফরকে স্বাগত জানায় ডেনমার্ক। আবারও 'এক চীন নীতি'র প্রতি সমর্থন ঘোষণা করে ডেনমার্ক। তিব্বত চীনা ভূখণ্ডের একটি অংশ। 'তিব্বতি স্বাধীনতা'র বিরোধিতা করে দেশটি। পাশাপাশি, চীনের সঙ্গে আন্তরিক বিনিময় বজায় রেখে পারস্পরিক আস্থা আরও বাড়াতে চায় ডেনমার্ক।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040