বেইজিংয়ে তৃতীয় 'চীনকে উপলব্ধি' আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
  2018-12-17 15:23:31  cri
ডিসেম্বর ১৭: তৃতীয় 'চীনকে উপলব্ধি' আন্তর্জাতিক সম্মেলন গতকাল (রোববার) বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের বৈদেশিক কর্ম-কমিশন কার্যালয়ের মহাপরিচালক ইয়াং চিয়ে ছি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং চীনা প্রেসিডেন্টের অভিনন্দন-বার্তা পড়ে শুনিয়েছেন।

ইয়াং চিয়ে ছি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর অভিনন্দন-বার্তা থেকে চীনের অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি মেনে নেয়ার দৃঢ়তা উপলব্ধি করা যায়। সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছরে চীনে ব্যাপক উন্নয়ন ঘটেছে। নিজ দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে চীন অব্যাহতভাবে বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য ভিত্তি স্থাপন করছে এবং দারিদ্র বিমোচনের জন্য সাফল্যের দৃষ্টান্ত রেখেছে।

তিনি আরো বলেন, চীন সি চিন পিং-এর চিন্তাধারাকে অনুসরণ করে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলবে এবং নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করবে। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040