সংস্কার ও উন্মুক্তকরণের মাধ্যমে চীনকে উপলব্ধি
  2018-12-17 18:11:46  cri
ডিসেম্বর ১৭: চলতি বছর হল চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার ৪০তম বার্ষিকী। এমন প্রেক্ষাপটে গতকাল (রোববার) বেইজিংয়ে তৃতীয় 'চীনকে উপলব্ধি' আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন হয়। এর বিশেষ তাত্পর্য রয়েছে।

চীনের প্রতি বিশ্বের উপলব্ধি বাড়ানো এবং চীন ও বিদেশের বিনিময় ও সহযোগিতা ত্বরান্বিত করার উদ্দেশ্যে 'চীনকে উপলব্ধি' আন্তর্জাতিক সম্মেলন ২০১৩ ও ২০১৫ সালে দুই বার আয়োজিত হয়। এবারের সম্মেলনে প্রায় ৬ শ' প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ৪০জন বিশ্ববিখ্যাত রাজনীতিক ও শিল্পপতি।

সংস্কার ও উন্মুক্তকরণের প্রক্রিয়ায় চীন কোন দিকে যাবে? সম্মেলনে অংশগ্রহণকারীরা মনে করেন, এই প্রশ্নের উত্তর স্পষ্ট। তা হল ২০২০ সালে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা, ২০৩৫ সালে মোটামুটিভাবে সমাজতন্ত্রের আধুনিকায়ন বাস্তবায়ন করা এবং এই শতাব্দীর মাঝখানে সমৃদ্ধ, সচ্ছল, সুষম এবং সুন্দর দেশ গড়ে তোলা। (শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040