লানছাং- মেকং নদী অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল প্রতিষ্ঠার বিস্তারিত পরিকল্পনা
  2018-12-17 18:38:19  cri
ডিসেম্বর ১৭: আজ (সোমবার) লাওসের লুয়াং রাজ্যে আয়োজিত লানছাং-মেকং নদীর সহযোগিতার চতুর্থ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীন-আসিয়ান সদস্যদেশগুলোর ছয়জন পররাষ্ট্রমন্ত্রী লানছাং-মেকং নদী অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল নির্মাণের বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল নির্মাণের কারণ হল এ অঞ্চলে দেশগুলোর অর্থনীতির প্রাসঙ্গিকতা ও পারস্পরিক পরিপূরকতা স্পষ্ট। দেশগুলো হল প্রাকৃতিক অংশীদার। একপক্ষবাদ ও সংরক্ষণবাদ সম্পর্কে ছয়টি দেশের উচিত আঞ্চলিক সহযোগিতা জোরদার করে বাইরের চ্যালেঞ্জ মোকাবিলা করা।

তিনি আরো বলেন, আমরা উন্মুক্ত, সমেত, নব্যতাপ্রবর্তন, অভিন্ন স্বার্থ ও সুপরিবেশের অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল নির্মাণ করবো, যাতে এশিয়া এমনকি বিশ্বের জন্য অবদান রাখা যায়।

উল্লেখ্য, লানছাং-মেকং নদী অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল নির্মাণ হল গত জানুয়ারি মাসে আয়োজিত লানছাং-মেকং নদী সহযোগিতার দ্বিতীয় শীর্ষসম্মেলনে সম্পাদিত মতৈক্য। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040