চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে সি-ট্রাম্প শুভেচ্ছাবার্তা বিনিময়
  2019-01-01 18:52:08  cri
জানুয়ারি ১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (মঙ্গলবার) দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীতে পরস্পরকে শুভেচ্ছাবার্তা পাঠান।

শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে দু'দেশের সম্পর্ক উন্নত হয়েছে। এটা যেমন দু'দেশের জনগণের জন্য কল্যাণকর প্রমাণিত হয়েছে, তেমনি বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইতিহাস থেকে প্রমাণিত যে, সহযোগিতাই দু'দেশের জন্য শ্রেষ্ঠ পথ।

সি চিন পিং আরও বলেন, "বর্তমানে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। আমি দু'দেশের সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্ব দিই।" প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পৌঁছানো মতৈক্য বাস্তবায়নের পাশাপাশি সমন্বয়, সহযোগিতা ও স্থিতিশীলতার ভিত্তিতে দু'দেশের সম্পর্ক উন্নয়নে চীন ইচ্ছুক বলেও তিনি বার্তায় উল্লেখ করেন।

ট্রাম্প তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, ২০১৯ সালের পহেলা জানুয়ারি যুক্তরাষ্ট্র-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। বিগত কয়েক বছরে দু'দেশের সম্পর্ক ব্যাপক উন্নত হয়েছে। সহযোগিতামূলক ও গঠনমূলক যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক তাঁর ব্যক্তিগত আগ্রহের বিষয় বলেও ট্রাম্প উল্লেখ করেন। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040