সহজ চীনা ভাষা-'ছোট বানর পাহাড়ের নিচে যায়'
  2019-01-14 19:16:24  cri

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'ছোট বানর পাহাড়ের নিচে যায়'। এর চীনা ভাষা হলো: 小猴子下山xiǎo hóu zǐ xià shān । 

বন্ধুরা, প্রথমে আপনাদের এই অংশের প্রধান অর্থ জানিয়ে দিচ্ছি:

একদিন, ছোট বানর পাহাড়ের নিচে যায়। সে ভুট্টা ক্ষেত দেখতে পায়। ভুট্টা বেশ বড় হয়েছে। অনেক ভুট্টা দেখে বানর খুব খুশি হয়। সে একটি ভুট্টা তুলে সামনে এগিয়ে যায়।

ছোট বানর এবার একটি পিচ গাছের নিচে পোঁছায়। বড় বড় ও লাল লাল পিচ ফল দেখে সে খুব খুশি হয়। সে ভুট্টা রেখে পিচ ফল নেয়।

ছোট বানর পিচ ফল নিয়ে তরমুজ ক্ষেতে যায়। বড় বড়-গোল গোল তরমুজ দেখে সে খুব খুশি হয়। সে পিচ রেখে তরমুজ তুলে নেয়।

ছোট বানর তরমুজ নিয়ে ফিরে আসে। পথে সে একটি খরগোশ দেখে খুব খুশি হয়। সে তরমুজ ছেড়ে খরগোশের পিছে দৌড়ায়।

খরগোশ বনে লুকিয়ে পড়ে। তাকে আর খুঁজে পাওয়া যায় না। ছোট বানর খালি হাতে বাসায় ফিরে যায়!

বন্ধুরা, এই অংশের মূল অর্থ এটাই। চলুন তাহলে আমরা এই পাঠ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ শিখি।

小猴子xiǎo hóu zǐ ছোট বানর

下山xià shān পাহাড়ের নিচে নামা

下xià আমাদের আজকের পাঠের প্রধান শব্দ, 下xià শব্দটি চীনা ভাষায় কয়েকটি ব্যবহার আছে।

১. নিচে, যেমন 桌下zhuō xià,টেবিলের নিচে।

২. পড়া, যেমন 下雪xià xuě,তুষার পড়া।

৩. উপর দিক থেকে নিচের দিকে যাওয়া, যেমন 下山xià shān,পাহাড়ের নিচে যাওয়া

৪. ঘোষণা বা উত্থাপন করা। যেমন নির্দেশ দেওয়া, 下命令xià mìng lìng ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040