সহজ চীনা ভাষা-'ছোট টিকটিকির লেজ ধার করার গল্প'
  2019-01-21 11:01:27  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'ছোট টিকটিকির লেজ ধার করার গল্প'। এর চীনা ভাষা হলো: 小壁虎借尾巴xiǎo bì hǔ jiè wěi bā।   

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের প্রধান অর্থ জানিয়ে দিচ্ছি:

ছোট টিকটিকি দেয়ালের কোণায় মশা ধরছে। তখন হঠাত্ একটি সাপ তার লেজ কামড়ে ধরে। ছোট টিকটিকি ভয়ে লেজ রেখে পালিয়ে যায়!

লেজ ছাড়া টিকটিকিকে দেখতে খুব কুত্সিত লাগে! ছোট টিকটিকি ভাবছে, কার কাছ থেকে একটি লেজ ধার করা যায়?

ছোট টিকটিকি নদীর তীরে যায়। সে দেখে, ছোট মাছ নদীর পানিতে লেজ নাড়িয়ে সাঁতার কাটছে। ছোট টিকটিকি বলে: মাছ আপু, আপনার লেজ আমাকে ধার দিতে পারেন? মাছ বলে, না, আমি লেজ দিয়ে সাঁতার কাটি।

এভাবে ছোট টিকটিকি গরু চাচা ও সোয়ালো পাখির কাছেও লেজ ধার করতে চায়। কিন্তু তারা কেউ রাজি হয় না। কারণ, তারাও লেজ ছাড়া চলতে পারে না!

ছোট টিকটিকি মাকে তার দুঃখের কথা জানায়। মা বলেন, চিন্তা কোরো না, তোমার লেজ আবারও গজাবে। আরে, সত্যিই তো! সেই মুহূর্তে ছোট টিকটিকির নতুন লেজ দেখা যায়!

বন্ধুরা, আজকের পাঠের মূল অর্থ এটাই। চলুন তাহলে, আমরা এই পাঠ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ শিখি।

小壁虎xiǎo bì hǔ wěi bā ছোট টিকটিকি

借 jiè ধার করা

尾巴 wěi bā লেজ

難看nán kàn কুত্সিত

行 xíng এর কয়েকটি অর্থ আছে।

১. যাত্রা। যেমন 行程xíng chéng, মানে যাত্রা।

২. আয়োজন করা। যেমন 舉行jǔxíng মানে আয়োজন।

৩. চলে, পারা। কোনো কাজ হবে কি না, এমন অবস্থায়行 শব্দটি ব্যবহার করা যায়। যেমন, আগামীকাল সম্মেলন আয়োজন করবো, কেমন? এর চীনা ভাষা 明天開會,行嗎?míng tiān kāi huì,xíng ma ?

এর জবাবে, যদি আপনি মনে করেন, হ্যাঁ, ঠিক আছে, তাহলে সোজা 行 শব্দটি বলতে পারেন, মানে হ্যাঁ, ঠিক আছে, বা ওকে এই অর্থ। যদি আপনি মনে করেন- না, হবে না, তাহলে আপনি বলতে পারেন: না, হবে না, এর চীনা ভাষা হবে: 不行।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040