সহজ চীনা ভাষা-'ছোট বেঙাচির মা খোঁজার গল্প'
  2019-01-28 16:14:17  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বাজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'ছোট বেঙাচির মা খোঁজার গল্প'। এর চীনা ভাষা হলো: 小蝌蚪找媽媽xiǎo kē dǒu zhǎo mā mā ।  

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি:

পুকুরে কিছু বেঙাচি আছে। বড় বড় মাথা, কালো শরীর, লম্বা লেজ, আনন্দের সঙ্গে সাঁতার কাটে সেগুলো।

ছোট বেঙাচি সাঁতার কেটেই সময় কাটায়। কয়েক দিন পর, পিছনের দুই পা গজায়। তারা দেখে রুই মাছ তার বাচ্চাকে খাবার পাওয়ার পদ্ধতি শেখাচ্ছে। তারা জিজ্ঞেস করে, মাছ মামী, আমাদের মা কোথায়? রুই মাছ বলে, তোমাদের মার চারটা পা আছে, মুখ খুব চওড়া। তোমরা ওই দিকে গিয়ে খুঁজে দেখো।

এভাবে ছোট বেঙাচি বিভিন্ন প্রাণীর কাছে সাহায্য চায় এবং সব প্রাণীর বর্ণনা অনুযায়ী অবশেষে নিজের মাকে খুঁজে পায়।

বন্ধুরা, আজকের পাঠের মূল অর্থ এটাই। চলুন তাহলে, আমরা এই পাঠ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ শিখি।

বন্ধুরা, এই পাঠ একটু লম্বা, তাই আমরা শুধু আপনাদেরকে এই পাঠের আংশিক অডিও শুনিয়েছি। এখন আমরা এই পাঠের কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রধান শব্দ আপনাদের শেখাবো।

小蝌蚪xiǎo kē dǒu ছোট বেঙাচি

找 zhǎo খোঁজা

媽媽 mā mā মা

游來游去yóu lái yóu qù চার দিকে সাঁতার কাটা। এখানে 遊yóu মানে সাঁতার কাটা। 來lái মানে আসা, 去qù মানে যাওয়া। সাঁতার কাটতে আসে আর যায়- মানে, চার দিকে সাঁতার কাটার অর্থ বোঝায়।

এই প্রক্রিয়ায় আমরা আরেকটি শব্দ তৈরি করতে পারি: যেমন 走來走去zǒu lái zǒu qù,মানে চারদিকে হাঁটাহাঁটি করা। ইংরেজিতে move/walking around.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040