ভবিষ্যতের পর
  2019-02-09 18:48:53  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে নারী কন্ঠমিল্পী চুয়াং সিন ইয়ান'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৯৩ সালের ৯ জানুয়ারি গুয়াংদং প্রদেশের লুফেং শহরে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ২৯ অক্টোবরে তিনি প্রথম সংগীতজগতে প্রবেশ করেন। ২০১৩ সালের ১৫ জানুয়ারি তিনি এক সংগীত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন। ২০১৫ সালে তাঁর অ্যালবাম চীনের চতুর্দশ ট্রিপড অ্যাওয়ার্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের পুরস্কার লাভ করে। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'ভবিষ্যতের পর' নামের গান। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চুয়াং সিন ইয়ান'র কন্ঠে 'ভবিষ্যতের পর' নামের গান। ২০১৫ সালের ৯ অক্টোবর মাসে তার একটি গান প্রকাশিত হয়। ৮ নভেম্বর মাসে তিনি শেনইয়াংয়ে একক কনসার্ট আয়োজন করেন। ২০১৬ সালের ৫ জানুয়ারি মাসে তিনি হ্যপেই প্রদেশে কনসার্ট আয়োজন করেন। ২০১৭ সালে তিনি চীনে ট্যুর কনসার্ট আয়োজন করেন। ২০১৮ সালে তিনি নতুন গান প্রকাশ করেন। গানটি ওয়েবসাইটে ১৫ দিনে ৫ লাখেরও বেশি কপি বিক্রি হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এত দুঃখ' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চুয়াং সিন ইয়ান'র কন্ঠে 'এত দুঃখ' নামের গান। এখন আমি আপনাদেরকে চুয়াং সিন ইয়ান'র কণ্ঠে 'গরম শীতের স্মৃতি' গানটি শোনাবো। এ গানে বলা হয়েছে: তুমি জানতে চাও পাহাড়ে আমার বাড়ি কোথায়! আমি দূরে সাদা তুষার দেখি। আমি শহরের সমৃদ্ধি খুঁজি। কিন্তু মনের স্মৃতি থেকে তা দূরে নয়। পুরাতন স্মৃতি যেনো এক কাপ চায়ের মতো। বসন্ত থেকে শরত্কাল শুধুই একটি মুহূর্ত। তোমাকে ছেড়ে যাবো কি? আমি দীর্ঘ পথ পার হয়েছি, তোমাকে খোঁজার জন্য। তোমাকে ভালবেসেছি দীর্ঘসময়। তাই তোমাকে হারাতে চাই না।

আচ্ছা, বন্ধুরা, চলুন গানটি শুনি।

বন্ধুরা, শুনছিলেন চুয়াং সিন ইয়ান'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে ছেন শাও হুয়া'র কন্ঠে '১৮ বছরের মেয়ে' নামের গান। তিনি ১৯৭৪ সালের ২৫ মার্চ চেচিয়াং প্রদেশের সিনছাংয়ে জন্মগ্রহণ করেন। তিনি তরুণ বয়সে চীনা গণমুক্তি ফৌজের পক্ষ থেকে চীনের জাতীয় উশু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। '১৮ বছরের মেয়ে' নামের গানটি ১৯৯৪ সালে রিলিজ হয়। গানটি ১৯৯৫ সালে চীনের সঙ্গীত টিভি প্রতিযোগিতায় তৃতীয় স্থান পায়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন ছেন শাও হুয়া'র কন্ঠে '১৮ বছরের মেয়ে' নামের গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ছেন ওয়েই থিংয়ের কন্ঠে 'ভুলে যাওয়া সাহস' নামের গান শোনাবো। তিনি ১৯৮৫ সালের ২১ নভেম্বর হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা, কন্ঠশিল্পী ও টিভি অনুষ্ঠানের হোস্ট। ২০০৩ সালে তিনি একটি বিনোদন প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে বিনোদনজগতে প্রবেশ করেন। ২০০৬ সালে তিনি 'সানবোই' নামের গ্রুপে যোগ দেন। ২০০৮ সালে তিনি গ্রুপটি ত্যাগ করে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'ভুলে যাওয়া সাহস' নামের গান ২০১২ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ছেন ওয়েই থিংয়ের কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ছেন সিয়াও'র কন্ঠে 'তুমি, আমি' নামের গান শোনাবো। তিনি ১৯৮৭ সালের ৫ জুলাই আনহুই প্রদেশের হোফেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি কেন্দ্রীয় নাটক একাডেমি (The Central Academy of Drama) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি প্রথমে টিভি সিনিজে অভিনয় করেন। ২০১০ সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 'তুমি, আমি' নামের গানটি ২০১৪ সালে প্রচারিত একটি টিভি সিরিজের থিম সং। সিরিজে তিনি নিজেও অভিনয় করেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040