আজকের টপিক: চীনের লণ্ঠন উৎসব প্রসঙ্গ
  2019-02-18 15:09:21  cri

আগামীকাল ১৯ জানুয়ারি, চীনের ঐতিহাসিক লণ্ঠন উৎসব। এদিন আবার চীনা চান্দ্রবর্ষের প্রথম বছরের পঞ্চদশ দিন, তথা নববর্ষ উদ্‌যাপনের শেষ দিন। চীনা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী, প্রতি মাসের পঞ্চদশ দিন পূর্ণিমা এবং তা পুর্মিলনের প্রতীক। চলতি বছর ১৯-২০ জানুয়ারি, বেইজিংয়ে রাজপ্রাসাদ যাদুঘর ও চিংশান পার্কসহ ১৯টি দর্শনীয় স্থানে লন্ঠন মেলা অনুষ্ঠিত হবে।

৯৪ বছর পর এবারই প্রথম রাজপ্রাসাদ যাদুঘর রাতের বেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ১৮ জানুয়ারি রাজপ্রাসাদ যাদুঘরের প্রধান শাস চি সিয়াং এ তথ্য জানিয়েছেন। ১৯ জানুয়ারির টিকিট সব শেষ হয়ে গেছে।

(সবাই বিনামূল্যে রাজপ্রাসাদে গিয়ে পরিদর্শন করতে পারে তবে যাওয়ার আগে ওয়াবসাইট আবেদন দিতে হয়। রিজার্ভেশন সফল হলে নিজের আইডি কার্ড দিয়ে প্রবেশ করতে পারে। রাত ৮টা পর্যন্ত প্রবেশ করতে পারে। )

(শিশির/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040