আজকের টপিক: ইউয়ান সিয়াও উত্সব বা লণ্ঠন উত্সবের রীতিনীতি
  2019-02-19 16:11:14  cri


উৎসব মানেই আনন্দ। বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ধরনের উৎসবের প্রচলন রয়েছে। এর মধ্যে চীনের ঐতিহ্যবাহী ইউয়ান সিয়াও উত্সব বা লণ্ঠন উৎসব অন্যতম। বরাবরের মতো এবারের উৎসবেও প্রদর্শন করা হচ্ছে লাখ লাখ বর্ণিল লণ্ঠন ও চমত্কার ড্রাগন নাচ। আর তা উপভোগ করতে চীনের বেইজিংসহ বিভিন্ন স্থানে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে।

চীনের চান্দ্রবর্ষের প্রথম মাসের পঞ্চদশ দিন চীনের ঐতিহ্যিক ই‌উয়ান সিয়াও উত্সব। এই উত্সবের মাধ্যমেই শেষ হয় চীনের বসন্ত উত্সব।

ইতিহাস:

ইউয়ান সিয়াও উত্সবের অন্য নামও আছে, যেমন: ইউয়ান সি, ইউয়ান ইয়ে ও শাং ইউয়ান উত্সব। চীনের চান্দ্রবর্ষের প্রথম মাসের পঞ্চদশ দিন দিবাগত রাত প্রথম পুর্ণিমার রাত। এই রাত্রে চীনে প্রাচিনকাল থেকেই রঙিন বাতি ঝুলানোর প্রথা আছে। তাই ইউয়ান সিয়াও উত্সবের আরেক নাম রাখা হয়েছে 'লণ্ঠন উত্সব'।

রীতিনীতি

লন্ঠনের সৌন্দর্য উপভোগ আর 'ইউয়ান সিয়াও' নামক এক ধরনের খাবার খাওয়া ইউয়ান সিয়াও উত্সব উদযাপনের দুটি প্রধান রেওয়াজ। ইউয়ান সিয়াও উত্সবসম্পর্কিত একটি উপকথায় বলা হয়েছে: খৃষ্টপূর্ব ১৮০ সালে চীনের পশ্চিম হান রাজবংশের রাজা হান উন তি চান্দ্রবর্ষের প্রথম মাসের পঞ্চদশ তারিখে রাজা হয়েছিলেন। এই তাত্পর্যময় দিন স্মরণের জন্য তিনি এই দিনকে 'লন্ঠন উত্সব' হিসেবে ঘোষণা করেন। প্রতিবছরের এই দিন হান উন তি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সাধারণ অধিবাসীদের সংগে 'লন্ঠন উত্সব' পালন করতেন। সেদিন রাত্রে ছোট-বড় রাস্তায় আর প্রত্যেক বাড়ির সামনে নানা ধরনের রঙিন লণ্ঠন জ্বালানো হতো। খিষ্টীয় ১০৪ সালে ইউয়ান সিয়াও উত্সব আনুষ্ঠানিকভাবে চীনের গুরুত্বপূর্ণ উত্সবগুলোর অন্তর্ভুক্ত হয়। সেই থেকে চীনারা আরও ধুমধামে এই উত্সব উদযাপন করতে শুরু করে। নিজের বাড়ির দরজায় বাতি ঝুলানো ছাড়া, বড় বড় রাস্তা ও বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে নানা ধরনের লন্ঠন প্রদর্শনীর আয়োজন করা হয। সেদিন অনেকে সারারাত ঘুরে ঘুরে লন্ঠনের সৌন্দর্য উপভোগ করেন, লন্ঠনে লেখা ধাঁধার কথা চিন্তা করেন এবং ড্রাগন নাচ দেখেন। ঐতিহাসিক তথ্য অনুসারে, খ্রিষ্টীয় ৭১৩ সালে থাং রাজবংশের আমলে রাজধানী ছাং আন অর্থাত আজকের সি আন শহরে সাত মিটার উঁচু একটি লন্ঠন-পাহাড় তৈরীি করা হয়েছিল, যাতে ছোট-বড় মোট ৫০ হাজার লন্ঠন ছিল।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040