ছোটবেলার মত
  2019-02-20 11:36:57  cri

২০০৬ সালে ইয়ু খ্য উই দ্বিতীয় বারের মত হুনান টেলিভিশনের 'সুপার গোল' সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন। কেন? কারণ এই অনুষ্ঠান তখন চীনের সবচেয়ে প্রভাবশালী সঙ্গীত প্রতিযোগিতা ছিলো, প্রতিযোগিতায় জয় হলে সঙ্গীত মহলে যোগ দিতে পারবেন এবং একরাতের মধ্যে বিখ্যাত হতে পারবেন। তাই তখন চীনের তরুণ তরুণীরা এই অনুষ্ঠানকে খুব পছন্দ করতেন। ২০০৬ সালে ইয়ু খ্য উই এই প্রতিযোগিতার ছেংতু শাখায় সুযোগ পান নি, তারপর তিনি আবার এই প্রতিযোগিতার কুয়াং চৌ শাখায় যোগ দেন এবং ভালো ফলাফল অর্জন করেন।

২০০৬ সালে ইয়ু খ্য উই পানশালায় গাইতে শুরু করেন এবং একই বছর তাকে কেন্দ্র করে 'কোকো' নামে একটি সঙ্গীত ব্যান্ড গঠিত হয়। এই বছর থেকে ইয়ু খ্য উই তিন বছর পানশালায় গান পরিবেশন করেন এবং এর মধ্য দিয়ে নিজের গান গাওয়ার পদ্ধতির অনেক উন্নতি করেন।

২০০৮ সালে ইয়ু খ্য উই তার প্রথম অ্যালবাম 'পাই ল্য মেন' প্রকাশ করেন। একই বছরের সেপ্টেম্বর মাসে ইয়ু খ্য উই নিজের দ্বিতীয় অ্যালবাম 'হুনসিয়ান নামে ছোট পানশালা' প্রকাশ করেন।

২০০৯ সালে নিজের সঙ্গীত স্বপ্ন বাস্তবায়নের জন্য ইয়ু খ্য উই আবার হুনান টেলিভিশনের 'সুপার গোল' সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রাথমিক নির্বাচনে দেশের প্রথম ২০ জনের তালিকায় স্থান লাভ করেন। একই বছরের ২৬ জুন, তিনি এই সঙ্গীত প্রতিযোগিতার প্রথম দশ জনের তালিকায় স্থান পান। তারপর একই বছরের অগাস্ট মাসে চূড়ান্ত প্রতিযোগিতায় তিনি চতুর্থ পুরস্কার পান। এরপর তিনি 'রক' সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে যোগ দেন। 

২০১০ সালে ইয়ু খ্য উই নিজের গান 'নীল প্যান্ট' নিয়ে সেই বছর মিউজিক রেডিও চীনের টপ সঙ্গীত তালিকার মূলভূভাগের বার্ষিক শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার পান। ২০১১ সালে তিনি 'কম সুখী' অ্যালবাম নিয়ে চীনের সঙ্গীত তালিকার ২২টি রেডিও স্টেশনের নির্বাচিত শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার পান।

২০১৩ সালে ইয়ু খ্য উই 'ভালোবাসা ভেঙে যাওয়া বড় ব্যাপার না' নামে অ্যালবাম দিয়ে চীনের সঙ্গীত তালিকার মূলভূভাগের সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার জিতে নেন। একই বছর তিনি চলচ্চিত্র 'টিনি টাইমস' এর জন্য থিম সং গেয়েছেন এবং এই গান নিয়ে ল্য টিভির বার্ষিক চলচ্চিত্র থিম সং-এর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। 

২০১৪ সালে ইয়ু খ্য উই নিজের প্রথম সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন। ২০১৫ সালে ইয়ু খ্য উই তার চতুর্থ অ্যালবাম 'উষ্ণ পানি' নিয়ে মিউজিক রেডিও চীনের টপ সঙ্গীত তালিকার মূল ভূভাগের শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার জিতে নেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়িকা ইয়ু খ্য উই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো তার আরেকটি গান; গানের নাম ' ছোট পৃথিবী'।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040