আজকের টপিক: 'লরেয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার' প্রসঙ্গ
  2019-02-20 15:55:52  cri


গতকাল ১৯ ফেব্রুয়ারি (সোমবার) ফ্রান্সের মোনাকোতে মর্যাদাপূর্ণ 'লরেয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস' বিতরণ করা হয়। চীনের শারীরিক প্রতিবন্ধী পর্বতারোহী সিয়া পো ইউ 'লরেয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার'-এর 'স্পোর্টিং মোমেন্ট অব দ্য ইয়ার' পদক লাভ করেন। তিনি হচ্ছেন চীনের বিখ্যাত খেলোয়াড় ইয়াও মিং, লিউ সিয়াং ও লি না'র পর চতুর্থ চীনা, যিনি 'লরেয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার' পেলেন।

একই দিন, লরেয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে সিয়া পো ইউর প্রশংসা করা হয়। বলা হয়, ফ্রস্টবাইট, পা-হারানো, ক্যান্সার, থ্রম্বোসিসের মতো সমস্যার সম্মুখীণ হওয়া সত্ত্বেও তিনি এভারেস্ট আরোহণের স্বপ্ন ছাড়েননি। ২০১৯ সালের 'লরেয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার'-এর 'স্পোর্টিং মোমেন্ট অব দ্য ইয়ার' পদক জেতা সিয়া পো ইউ'র গল্পে চীনাদের প্রতিজ্ঞা ও সাহস প্রদর্শিত হয়েছে।

সিয়া পো ইউ দুটি কৃত্রিম পা নিয়ে এভারেস্ট জয় করে বিশ্বকে চমকে দেন ২০১৮ সালের ১৪ মে। তবে, এ সাফল্যের আগে তিনি পাঁচ বার ব্যর্থ হন। ১৯৭৫ সালে চীনের পর্বতারোহী দলের প্রতিনিধি হিসেবে এভারেস্টে আরোহণের সময় দলের সদস্যকে সাহায্য করতে গিয়ে তিনি তার দু'টি পা হারান।

এদিকে 'লরেয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস'-এর বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার হাতে তুলেছেন, যিনি আগেও এই অ্যাওয়ার্ড জিতেছেন, সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। গত বছর ইউএস ওপেন ও উইম্বলডন জেতার কারণে ছেলেদের বিভাগে বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হন তিনি।

এদিকে গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতে মেয়েদের বিভাগে বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কারটি হাতে তুলেছেন নারী জিমন্যাস্ট সিমোন বাইলস। নোভাক জকোভিচ সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার সংগ্রহ করলেও, সিমোন বাইলস অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভক্তকূল ও লরেয়াস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

জকোভিচ, সিমোন ছাড়াও অ্যাওয়ার্ড পেয়েছেন গলফার টাইগার উডসও, টেনিস তারকা নাওমি ওসাকা, আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040