কাশ্মিরে হামলার তদন্তে সহযোগিতা চালাতে চায় পাকিস্তান
  2019-02-20 18:47:46  cri
ফেব্রুয়ারি ২০: পাক প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল (মঙ্গলবার) দেশটির জাতীয় টেলিভিশন ভাষণে বলেন, সম্প্রতি কাশ্মিরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হামলার তদন্তে সহযোগিতা চালাতে আগ্রহী পাকিস্তান। সেই সঙ্গে, এই হামলার সংশ্লিষ্ট প্রমাণ দিতে ভারতের প্রতি অনুরোধও জানান তিনি।

তিনি বলেন, তাঁর দেশের ভূখণ্ড ব্যবহার করে যে-কোনো সন্ত্রাসী তত্পরতা চালানো তা পাকিস্তানের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কারণ পাকিস্তানের পরিস্থিতি ধাপে ধাপে স্থিতিশীলতার দিকে চলে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। এতে ৪০জনেরও বেশি সেনা ও পুলিশ নিহত এবং অনেকেই আহত হন। এ হামলায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করে ভারত। তবে পাকিস্তান ভারতের এ অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040