কৃষি, গ্রাম ও কৃষক সম্পর্কে সিপিসি ও রাষ্ট্রীয় পরিষদের ধারাবাহিক মতামত' সংক্রান্ত 'এক নম্বর দলিলপত্র' প্রকাশিত
  2019-02-21 18:19:52  cri
ফেব্রুয়ারি ২১: কৃষি, গ্রাম ও কৃষক সম্পর্কে গত মঙ্গলবার 'চীনের কমিউনিস্ট পার্টি ও রাষ্ট্রীয় পরিষদের ধারাবাহিক মতামত' সংক্রান্ত 'এক নম্বর দলিলপত্র' প্রকাশিত হয়েছে।

দলিলপত্রে বলা হয়, প্রথমে খাদ্যশস্যের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কৃষির সরবরাহ-ব্যবস্থার কাঠামোগত সংস্কার জোরদার করতে হবে। এ বছর চীনে খাদ্যশস্যের আয়তন ১১ কোটি হেক্টর বজায় রাখতে হবে।

আরেকটি বিষয়, কৃষিপণ্য সংক্রান্ত আমদানির ক্ষেত্র বাড়াতে হবে। এতে বহুমুখী চ্যানেল সৃষ্টি করা যাবে।

(ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040