চৌ হুই
  2019-04-03 14:38:51  cri


চৌ হুই, ১৯৭৭ সালের ২৬ মার্চ চীনের তাইওয়ান প্রদেশের কাও সিয়ুং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের পপ সংগীত মহলের বিখ্যাত একজন গায়িকা।

১৯৯৬ সালে ১৯ বছর বয়সী চৌ হুই কাও সিয়ুং শহরের চার্জ শিল্প স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ব্রিটেনে অপেরা শিখতে চেয়েছিলেন। কারণ, ছোটবেলা থেকে তিনি গান গাইতে পছন্দ করতেন, তাই ব্রিটেনে যাওয়ার আগে তিনি স্টুডিওতে একটি গান রেকর্ড করেন। তার গান শুনে অবাক হয়ে যান একজন সুরকার। এরপর তাইওয়ানের Linfair Records কোম্পানি চৌ হুইকে আমন্ত্রণ জানায়। নিজের শখ এবং লেখাপড়ার পরিকল্পনা বিবেচনা করে অবশেষে চৌ হুই Linfair Records-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে চৌ হুইয়ের প্রথম অ্যালবাম 'চৌ হুইয়ের শ্রেষ্ঠ গান' বাজারে আসে। এই অ্যালবাম প্রকাশের পর পরই এশিয়ায় ১০ লাখ কপি বিক্রির রেকর্ড সৃষ্টি হয়। এর মধ্যে গান 'তোমাকে জানাতে চাই না', 'প্রতিশ্রুতি' তার প্রতিনিধিত্ব গান উল্লেখযোগ্য। মজার বিষয় হলো, এই অ্যালবামের প্রচ্ছদে একটি মেয়ের কার্টুন দেখা যায়। সবাই জানতে চায়, এত মিষ্টি কণ্ঠের মেয়েটি দেখতে কেমন!

২০০০ সালের সেপ্টেম্বর মাসে চৌ হুইয়ের দ্বিতীয় অ্যালবাম 'চৌ হুইয়ের শ্রেষ্ঠ গান-২—ভালোভাবে তোমাকে ভালোবাসতে চাই' বাজারে আসে। এই অ্যালবামের প্রচ্ছদেও একটি মেয়ের কার্টুন দেখা যায়। তখনও মানুষ জানত না— চৌ হুই দেখতে কেমন? কে এই চৌ হুই!

এই অ্যালবামের সংগীতের স্টাইল আরও উন্নত। এর মধ্যে 'ভালোভাবে তোমাকে ভালোবাসতে চাই' এবং 'কাঁদবে না' টিভিনাটকের থিম সং হিসেবে নির্বাচিত হয়। এই অ্যালবাম রিলিজ হওয়ার তিন সপ্তাহেই বিক্রি হয় ২ লাখেরও বেশি কপি।

২০০১ সালের ডিসেম্বর মাসে চৌ হুই দু'টি অ্যালবাম প্রকাশ করেন। তা হলো, 'আজ রাতে ভালো থাকো' এবং 'আমি তোমার ভালোবাসা চাই'। এই দুটি অ্যালবামের প্রচ্ছদে তিনি প্রথমবারের মতো নিজের আসল চেহারা ভক্তদের দেখান।

২০০২ সালের অগাস্ট মাসে চৌ হুই আরেকটি অ্যালবাম 'চৌ হুইয়ের শ্রেষ্ঠ গান-৩—একাকী শহর' প্রকাশ করেন।

২০০৩ সালের মার্চ মাসে আগের তিনটি অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গান বাছাই করে চৌ হুই আরেকটি অ্যালবাম প্রকাশ করেন।

২০০৭ সালের জুন মাসে চৌ হুইয়ের আরেকটি অ্যালবাম 'পূর্ণবিকাশ' মুক্তি পায়। ২০০৯ সালে চৌ হুই নতুন সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি সই করেন এবং একই বছরের ১৯ জুন নিজের নাম দিয়ে 'চৌ হুই' নামে একটি অ্যালবাম প্রকাশ করেন।

২০১৩ সালের ২২ মার্চ চৌ হুই 'প্রথম প্রতিশ্রুতি' নামে একটি সংগীতানুষ্ঠান আয়োজন করেন। একই বছরের অক্টোবর মাসে তার অ্যালবাম 'আমার চোখে বিশ্ব' প্রকাশিত হয়।

২০১৫ সালের ২৮ অগাস্ট চীনের কুয়াংচৌ শহরের রক হাউসে 'প্রতিশ্রুতি' নামে সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়িকা চৌ হুইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040