হুও জুন
  2019-04-10 10:17:17  cri


হুও জুন, ১৯৯০ সালের ১৯ সেপ্টেম্বর চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের পপ সঙ্গীত মহলের বিখ্যাত একজন কন্ঠশিল্পী। হুও জুন এসএইচইউ-ইউটিএস এসআইএলসি বিজনিস স্কুল(SHU-UTS SILC Business School) থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

হুও জুন সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হলেন কণ্ঠশিল্পী হুও ফেং, তার মা জুং সিয়াও পিংও একজন গায়িকা। বাবা মার প্রভাবে হুও জুন সংগীত ভীষণ ভালোবাসেন। ছোটবেলা থেকেই হুও জুন পিয়ানো শিখতে শুরু করেন। বাবা মা'র প্রস্তাবে তিনি এসএইচইউ-ইউটিএস এসআইএলসি বিজনিস স্কুল (SHU-UTS SILC Business School) ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ের সময় হুও জুন পানশালায় গান গাইতেন। সংগীত কোম্পানি তার প্রতিভা দেখে তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে।

২০১২ সালের জুলাই মাসে হুও জুন চীনের ড্রাগন টিভি'র আয়োজিত লাইভ শো 'এশিয়ান ওয়েভ'-এ অংশ নেন। তা হল একটি সংগীত প্রতিযোগিতা। এতে হুও জুন তার নিজস্ব রচনা করা গান 'জাগরণ' গেয়ে তৃতীয় পুরস্কার জিতে নেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

২০১২ সালের ৩১ ডিসেম্বর হুও জুন ড্রাগন টিভি'র নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি হুও জুন বাবা হুও ফেং-এর সঙ্গে চীনের লিয়াও নিং টিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং একসাথে গান পরিবেশন করেন। ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি হুও জুন তার মায়ের সঙ্গে ড্রাগন টিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। একই বছরের মার্চ মাসে তিনি 'কোথা থেকে এসেছো, কোথায় যাবে' নামে চলচ্চিত্রের জন্য থিমসং পরিবেশন করেন। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে তিনি চ্যচিয়াং টিভি'র লাইভ শো 'আমি তারকা নই'-এ অংশ নেন।

২০১৪ সালের ৩ জানুয়ারি, হুও জুন নিজের রচনা করা গান 'জয়ান জু লিয়ান' নিয়ে সিসিটিভি'র সংগীত প্রতিযোগিতা 'সিং মাই সং'-এ যোগ দেন। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। উল্লেখযোগ্য বিষয় হল গানটি প্রকাশের ১৩ দিন পরই সেই বছর বসন্ত উত্সবের অনুষ্ঠানে নির্বাচিত হয়।

২০১৪ সালের ২১ মার্চ, হুও জুনের গান 'জয়ান জু লিয়ান' বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার লাভ করে। হুও জুন 'সিং মাই সং'-এ চ্যাম্পিয়নও হন।

২০১৭ সালে হুও জুন চীনের আনহুই টেলিভিশনের নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। একই বছরের ৭ জানুয়ারি বেইজিংয়ে গণমহাভবনে চীনের শিল্প ও সাহিত্য মহলের নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। হুও জুন এতেও অংশ নেন।

২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি হুও জুন চীনের ছুংছিং টেলিভিশনের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। ১৪ ফেব্রুয়ারি লিয়াও নিং টেলিভিশনের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

২০১৮ সালের ২ অগাস্ট হুও জুন ফোর্বস ম্যাগাজিনের চীনের সংগীত মহলের ৩০ জন ৩০ বছর বয়সের নিচের শ্রেষ্ঠ ব্যক্তির তালিকায় নির্বাচিত হন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক হুও জুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040