'ই জাতির কিশোর'
  2019-04-14 14:30:31  cri



আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী জিং ফেংয়ের কন্ঠে 'দৃশ্য' নামের গান শোনাবো। তিনি ৩ বছর বয়স থেকে নাচ শিক্ষা শুরু করেন। এর পর তিনি সেল্লো শেখা শুরু করেন। ২০০০ সালে তিনি বেইজিং টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান লাভ করেন। ২০০৭ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এখন তিনি চীনের বিখ্যাত বৈদ্যুতিক কোম্পানি গোমে গোষ্ঠীতে কাজ করছেন, কিন্তু তিনি নিয়মিত ওয়েবসাইটে তাঁর গান আপলোড করেন। এখন আমি আপনাদেরকে তার কন্ঠে 'দৃশ্য' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। বন্ধুরা, শুনছিলেন জিং ফেংয়ের কন্ঠে 'দৃশ্য' নামের গান। এখন আমি আপনাদেরকে লি ছুয়ান'র কন্ঠে 'ফুল কেন এতো লাল' নামের গান শোনাবো। তিনি ১৯৬৯ সালের ১২ অক্টোবর মাসে শাংহাইতে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। তিনি শাংহাই কনসারভেটরি অব মিউজিক (Shanghai Conservatory of Music) থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৯৫ সালে তিনি 'শাংহাই স্বপ্ন' নামের প্রথম অ্যালবাম প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিনোদন-জগতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি বিখ্যাত কন্ঠশিল্পীদের জন্য সংগীত রচনা শুরু করেন। ২০০১ সালে তিনি প্রথম 'টপ চায়নিজ মিউজিক'-এর (Top Chinese Music) বার্ষিকী শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার লাভ করেন। 'ফুল কেন এতো লাল' নামের গান চীনের সিনচিয়াংয়ের লোক-সংগীত। আশা করি, আপনারা লি ছুয়ানের কন্ঠে গানটি পছন্দ করবেন। বন্ধুরা, শুনছিলেন লি ছুয়ানের কন্ঠে 'ফুল কেন এতো লাল' নামের গান। এখন আমি আপনাদেরকে লি ই ফেংয়ের কন্ঠে 'আমার মনে হয় আমি সমুদ্র' নামের গান শোনাবো। তিনি ১৯৮৭ সালের ৪ মে সিছুয়ান প্রদেশের ছেংদু শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেতা এবং চলচ্চিত্র ও টিভি সিরিজের প্রযোজক। তিনি সিছুয়ান প্রদেশের নর্মাল বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টিভি একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তিনি শাংহাই ড্রাগন টিভি কেন্দ্রের একটি বিনোদন অনুষ্ঠানে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদন-জগতে প্রবেশ করেন। একই বছরে তিনি প্রথম ইপি প্রকাশ করেন। ২০০৯ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১০ সাল থেকে তিনি টিভি সিরিজে অভিনয় শুরু করেন। আশা করি, আপনারা তাঁর কন্ঠে 'আমার মনে হয় আমি সমুদ্র' নামের গান পছন্দ করবেন। বন্ধুরা, শুনছিলেন লি ই ফেংয়ের কন্ঠে 'আমার মনে হয় আমি সমুদ্র' নামের গান। এখন আমি আপনাদেরকে লি ইউয়ান পাংয়ের কন্ঠে 'ই জাতির কিশোর' নামের গান শোনাবো। তিনি বেইজিং টিভি কেন্দ্রের 'ডুয়েটস্‌' (Duets) নামের সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর বিনোদন-জগতে প্রবেশ করেন। ই জাতি হল চীনের ৫৬টি জাতির একটি। গানটির কথায় বলা হয়েছে: একজন ই জাতির কিশোর উঁচু পাহাড়ে থাকে। বাহুতে বাদ্যযন্ত্র আছে, আকাশে আছে চন্দ্র। সে প্রণয়ীর মুখ দেখছে। একজন ই জাতির কিশোর, যে মেঘে থাকে। কিশোর প্রণয়ীর সুন্দর কন্ঠে গান শোনে। আহা, একটি চলন্ত কিংবদন্তী আছে যে, কিশোর পৃথিবীর স্বর্গে থাকতে চায়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন। বন্ধুরা, শুনছিলেন লি ইউয়ান বাংয়ের কন্ঠে 'ই জাতির কিশোর' নামের গান। এখন আমি আপনাদেরকে লি চং শেংয়ের কন্ঠে 'পার্বত্য' নামের গান শোনাবো। তিনি ১৯৫৮ সালের ১৯ জুলাই চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। তিনি ১৯৮০ সালে সংগীত-জগতে প্রবেশ করেন। ১৯৮২ সালে তিনি অ্যালবাম প্রযোজনা শুরু করেন। ১৯৮৬ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৮৭ সাল থেকে তিনি অন্যান্য বিখ্যাত কন্ঠশিল্পীর জন্য অ্যালবাম প্রযোজনা শুরু করেন। তিনি অনেক কন্ঠশিল্পীকে প্রশিক্ষণ দিয়েছেন। ২০০০ সালে তিনি চীনের হংকংয়ের বিখ্যাত নারী কন্ঠশিল্পী মো ওয়েন ওয়েই'র জন্য একটি অ্যালবামটি প্রযোজনা করেন। আর এই অ্যালবাম তাকে এনে দেয় গোল্ডন মেলডি'র শ্রেষ্ঠ প্রযোজকের পুরস্কার। 'পার্বত্য' নামের গান ২০১৩ সালে রিলিজ হয়। লি চং শেং গানের কথা ও সুর দেন। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। বন্ধুরা, শুনছিলেন লি চং শেংয়ের কন্ঠে 'পার্বত্য' নামের গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিয়াং ছাও ওয়েই'র কন্ঠে 'প্রতিদিন একটু প্রেম' নামের গান শোনাবো। তিনি ১৯৬২ সালের ২৭ জুন হংকংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা, কন্ঠশিল্পী ও চীনা জাতীয় প্রথম পর্যায়ের অভিনেতা। ১৯৮২ সালে তিনি হংকং ওয়্যারলেস প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদন-জগতে প্রবেশ করেন। ২০ শতাব্দীর আশির দশকে তিনি অনেক টিভি সিরিজে অভিনয় করেন। ১৯৮৪ সালে তিনি 'লুদিংজি' নামের টিভি সিরিজে নামভূমিকায় অভিনয় করার মাধ্যমে হংকংয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৯০ সাল থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ১৯৯৪ সালে তিনি ১৪তম হংকং ফিল্ম অ্যাওয়ার্ড এবং ৩১তম তাইওয়ান গোল্ডন হোর্স অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ প্রধান অভিনেতার পুরস্কার লাভ করেন। ২০০০ সালে তিনি কান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। তিনি চীনের মূল ভূভাগ, হংকং ও তাওয়ানের অসংখ্য চলচ্চিত্র-পুরস্কার লাভ করেন। 'প্রতিদিন একটু প্রেম' নামের গান ১৯৯৩ সালে রিলিজ হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040