বাঙালির নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ বরণ বাংলাদেশে
  2019-04-14 19:07:43  cri

বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব নববর্ষ বরণ করে নিয়েছে বাংলাদেশের মানুষ। দিনব্যাপী নানা উৎসব ও আনন্দ আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

রোববার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে সম্প্রতি আগুনে পুড়িয়ে হত্যার স্বীকার ফেনীর মাদ্রাসাছাত্রী নূসরাত জাহান রাফির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নারীর প্রতি সহিংসতাসহ সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রত্যয় ঘোষণা করা হয় অনুষ্ঠানে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট বের করে ঐতিহ্যবাহি মঙ্গলশোভাযাত্রা। 'মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাজারো মানুষ অংশ নেন শোভাযাত্রায়। এর আগে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে আয়োজন করে সুরের ধারা। সেখানে অতিথি ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. শেরিং লোটে ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও উদীচীসহ নান সাংস্কৃতিক দল অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করে। রাজধানীর মতো সারা দেশে আনন্দ আয়োজনে উদযাপিত হয়েছে নববর্ষ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040