সুরের ধারায়- সিয়াও খ্য
  2019-04-16 10:36:30  cri


সিয়াও খ্য, তার আসল নাম খ্য চাও লেই। তিনি ১৯৭১ সালের ২০ অক্টোবর চীনের বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি বেইজিংয়ের ক্যাপিটল নর্মাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি হলেন চীনের মূল-ভূভাগের খুব বিখ্যাত গায়ক, সুরকার, গীতিকার, প্রযোজক।

১৯৭১ সালের অক্টোবর মাসে সিয়াও খ্য বেইজিংয়ের এক সেনা পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মা দু'জনই সেনাবাহিনীর শিল্পী দলের সদস্য।

১৯৮১ সালে দশ বছর বয়সী সিয়াও খ্য পিয়ানো শিখতে শুরু করেন। ১৯৯০ সালে তিনি ক্যাপিটাল নর্মাল ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে সিয়াও খ্য পিয়ানো বিষয়ে শিখতেন। বিশ্ববিদ্যালয়ে তিনি কয়েক জন ভালো বন্ধুর সঙ্গে 'চীনা ছেলে' নামে একটি রক সঙ্গীত ব্যান্ড গঠন করেন। তিনি ব্যান্ডের জন্য অনেক গান রচনা করেন।

১৯৯১ সালে সিয়াও খ্য নিজেই জ্যাজ শিখে সংশ্লিষ্ট স্টাইলের অনেক গান রচনা করেন। ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সিয়াও খ্য বেইজিংয়ের ফেং শেং হাই স্কুলে সংগীত শিক্ষক হিসেবে কাজ করেন। এর সঙ্গে তিনি বেইজিংয়ের MIMLLE JAZZ BAND –এ যোগ দেন এবং দেশে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠানও আয়োজন করেন।

১৯৯৪ সাল থেকে সিয়াও খ্য কম্পিউটারের মাধ্যমে গান রচনা শুরু করেন। ১৯৯৫ সালে সিয়াও খ্য বেইজিংয়ের হুংসিং সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। সিয়াও খ্য এই কোম্পানির গায়ক এবং প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সালে সিয়াও খ্য হংকং-এর টিভি সিরিজ 'The Condor Heros'-এর জন্য থিম সং 'ফিরে আসা' রচনা করেন। এই গানটিও সিয়াও খ্য-এর প্রতিনিধিত্বকারী গানের অন্যতম। একই বছরের ডিসেম্বর মাসে সিয়াও খ্য-এর প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'মনে মনে যাওয়া-আসা' প্রকাশিত হয়।

১৯৯৬ সালে সিয়াও খ্য-এর আরেকটি অ্যালবাম 'সিয়াও খ্য' বাজারে আসে। উল্লেখযোগ্য বিষয় হল এই অ্যালবামের সুর রচনা এবং পিয়েনো বাজানোর কাজ সিয়াও খ্য নিজেই করেন।

একই বছর সিয়াও খ্য সেই বছরের আটলান্টা অলিম্পিক গেমসের জন্য 'জীবনের বাতাস' নামে গানটি রচনা করেন এবং গানটি গেয়েছেন চীনের খুব বিখ্যাত গায়িকা না ইং। উল্লেখযোগ্য বিষয় হল এই গানটি চতুর্থ 'চাইনিজ টপটেন মিউজিক অ্যাওয়ার্ড'-এর দশটি শ্রেষ্ঠ গানের পুরস্কার জিতে নেয়।

২০০৮ সালে সিয়াও খ্য সেই বছর বেইজিং অলিম্পিক গেমসের এক শ' দিন কাউন্টডাউন-এর জন্য 'বেইজিংয়ে আপনাকে স্বাগতম' নামে গানটি রচনা করেন। একই বছরের সেপ্টেম্বর মাসে তিনি চীনের 'শেনচৌ'-৭ নং মানববাহী নভোযান বিষয়ক সিরিজ তথ্যচিত্রের জন্য থিম সং 'ফ্লাই' রচনা করেন।

২০০৯ সালে সিয়াও খ্য বেইজিং টিভি স্টেশনের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য থিম সং 'পুরো পরিবারের সুখ' নামে গানটি রচনা করেন। এ ছাড়া তিনি সেই বছর শাংহাই টিভি স্টেনের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য থিম সং 'আমরা শাংহাইয়ে আছি' রচনা করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক সিয়াও খ্য'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040