ইন্দোনেশিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচন
  2019-04-17 16:53:28  cri

এপ্রিল ১৬: ইন্দোনেশিয়ায় আজ (বুধবার) প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবার নিবন্ধিত বৈধ ভোটারের সংখ্যা প্রায় ১৯ কোটি। দেশের ৮ লাখ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইন্দোনেশিয়া সরকার সারা দেশে ৬ লাখ পুলিশ ও সৈনিক মোতায়েন করেছে।

ভোটগ্রহণ সবার আগে শুরু হয় পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে, স্থানীয় সময় সকাল ৭টায়। বিদেশে অবস্থানরত প্রায় ২০ লাখ ইন্দোনেশীয় দূতাবাসের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানা গেছে।

নির্বাচনে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রতিদ্বন্দ্বিতা করছেন। রানিং মেট তথা ভাইস প্রেসিডেন্ট পদে তিনি বেছে নিয়েছেন মুসলিম ধর্মীয় নেতা মারুফ আমিনকে। অন্যদিকে, নির্বাচনে তাঁর মূল প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো রানিং মেট হিসেবে বেছে নিয়েছেন জাকার্তার সাবেক ডেপুটি গভর্নর সান্দিয়াগা সালাহউদ্দিন উনোকে।

নির্বাচনের চূড়ান্ত ফলাফল মে মাসের প্রথম দিকে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু প্রাথমিক ফলাফল আজ (বুধবার) রাতে প্রকাশিত হতে পারে। নির্বাচিত প্রেসিডেন্ট আগামী অক্টোবর মাসে শপথগ্রহণ করবেন এবং তার কার্যমেয়াদ হবে ২০১৪ সাল পর্যন্ত।

‌এদিকে, একই দিন ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ভোটাররা ৫৭৫ জন সংসদসদস্যও নির্বাচন করবেন। (স্বর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040